বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে মাছটি বিক্রি হয় ১৪ হাজার টাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে বলেশ্বর নদীতে জেলেরা মাছ ধরতে গেলে তাদের জালে এ মাছটি ধরা পড়ে। মাছটি সকালে বাজারে বিক্রির জন্য আনা হয়। ২ লাখ ২০ হাজার টাকা মণ হিসেবে মাছটি বিক্রি করা হয়। আড়াই কেজি ওজনের মাছটি ১৪ হাজার টাকায় বিক্রি হয়।
পাথরঘাটা বিএফডিসি মার্কেটের মোস্তফা আলমের আড়ত থেকে ইলিশটি কেনেন মো. হানিফ নামের এক পাইকার।
পাইকার হানিফ মিয়া বলেন, এটি বলেশ্বর নদীর রাজা ইলিশ। এ নদীর মাছ দেখতে যেমন চকচকে রূপালী, খেতেও তেমনি অসাধারণ। মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রি করা হবে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানান, ইলিশ মাছ পাওয়ার খবর শুনেছি। গভীর সমুদ্রে এখন ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চললেও নদীর মাছ ধরায় কোনো নিষেধাজ্ঞা নেই।
মন্তব্য করুন