কারও উসকানিতে যেন কেউ সাম্প্রদায়িক দাঙ্গায় পা না দেয় সে ব্যাপারে সবার প্রতি আহ্বান জানান গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান। কেউ যাতে রাজনৈতিক দলাদলি না করে সে বিষয়েও তিনি কড়া হুঁশিয়ারি দেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ের হরিপুরের আটঘুরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, এই এলাকার প্রতিটি মানুষ আমার আপনজন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে ঠাকুরগাঁও জেলাকে রোল মডেল হিসেবে গড়ে তুলব।
উল্লেখ্য, হরিপুর উপজেলার আটঘুড়িয়া গ্রামের ১ একর ১ বিঘা জমি ও বসতভিটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি স্থানীয় গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত ১১ এপ্রিল বেলা ১১টায় ইয়াসিন (৪৫) ও আলতাব (৩৮) গ্রুপের সঙ্গে মাহতাব (৩৫) গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রামের দুই অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান সেখানে ১৪৪ ধারা জারি করেন।
মন্তব্য করুন