ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

৯ মাস পর শহীদ মিঠুর মরদেহ উত্তোলন

নিহত জান শরীফ মিঠু। ছবি : সংগৃহীত
নিহত জান শরীফ মিঠু। ছবি : সংগৃহীত

৯ মাস পর বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতার মরদেহ উত্তোলন করা হয়েছে। এ সময় ঢাকার রামপুরা থানা থেকে আসা পুলিশের একটি বিশেষ টিমসহ কোতোয়ালি থানার একটি দল উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বির উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়।

নিহত জান শরীফ মিঠু (৪৬) শহরের গোয়ালচামটের মোল্লা বাড়ির বাসিন্দা শরীফ সামসুল আলম মন্টুর ছেলে ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

এদিকে ফরিদপুর মেডিকেলে পোর্টেবল এক্সরে না থাকায় ময়নাতদন্ত করতে দেরি হবে বলে ফরেনসিক বিভাগ থেকে জানানো হলে খবর পেয়ে সেখানে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে তাদের দাবির মুখে বাইরের একটি হাসপাতাল থেকে পোর্টেবল এক্সরে মেশিন সংগ্রহ করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এরপর বিকেলে প্রায় ৬টার দিকে ময়নাতদন্ত শেষে মিঠুর লাশ পুনরায় দাফনের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়।

জুলাই-আগস্টে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন দমনে তৎকালীন সরকারি বাহিনীর সশস্ত্র হামলা শুরুর দিকে গত বছরের ১৯ জুলাই ঢাকার উত্তরার বনশ্রীতে গুলিতে নিহত হন শরীফ মিঠু। বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া মিঠু ওইদিন দুপুরে বনশ্রী জামে মসজিদে জুমার নামাজ শেষে চার পাঁচজন সঙ্গীর সঙ্গে ফিরছিলেন। পথিমধ্যে হেলিকপ্টার থেকে গুলি করা হলে একটি গুলি তার বুকের কাছ দিয়ে শরীর ভেদ করে পিঠের দিক দিয়ে বের হয়ে যায়। দ্রুত তাকে বনশ্রী ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে আন্দোলনে হতাহতদের ব্যাপক আইনি জটিলতার মুখোমুখি হওয়ায় ওই অবস্থায় মিঠুর গুলিবিদ্ধ হওয়া ও মৃত্যুর তথ্য হাসপাতালে নথিভুক্ত না করে, কোনোভাবে অ্যাম্বুলেন্সে তার লাশ ফরিদপুরে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। সেখানে হাসপাতালে আহতদের চিকিৎসার সাহায্যার্থে উপস্থিত কুষ্টিয়ার এক সাবেক ছাত্রশিবির ছাত্রনেতার মাধ্যমে আইনি জটিলতা এড়িয়ে মিঠুর লাশ তখন দ্রুত হাসপাতাল থেকে বের করে অ্যাম্বুলেন্সে ফরিদপুরে নিয়ে আসা হয়। এরপর ওই রাতেই তাকে বাড়ির প্রাঙ্গণে দাফন করা হয়।

এ ঘটনায় গত বছরের ৯ অক্টোবর শেখ হাসিনাসহ ১৪৮ জনের নামোল্লেখ করে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের করেন মিঠুর স্ত্রী রোহেদুন সেজবা ইভা। ওই মামলায় মাস দেড়েক আগে আদালত কবর থেকে শরীফ মিঠুর মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। তবে সে সময় মিঠুর পরিবার কবর থেকে মরদেহ উত্তোলনে রাজি না হওয়ায় ময়নাতদন্তের এ কাজ বিলম্বিত হয়।

নিহত মিঠুর স্ত্রী রোহেদুন সেজবা ইভা কালবেলাকে বলেন, স্বামীর লাশ কবর থেকে উত্তোলন করে আবার কাটাছেঁড়া করা হবে এটি মেনে নেওয়া আমাদের জন্য কষ্টকর ছিল। কিন্তু স্বামী হত্যার বিচার পেতে হলে এছাড়া কোনো ভিন্ন উপায় ছিল না। তাই সকলের অনুরোধে আমরা রাজি হই। কিন্তু হাসপাতালে নেওয়ার পরে বলা হয় আজ আর ময়নাতদন্ত সম্ভব নয়। শনিবার তারা ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করবেন বলে জানান। এ অবস্থায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। একইসাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও হাসপাতালে পৌঁছেন। পরে বিকেলে ময়নাতদন্ত শেষে আবারও স্বামীর লাশ নিয়ে বাড়িতে ফিরে তাকে পুনরায় দাফন করা হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. ইউনুস আলী জানান, এই লাশের ময়নাতদন্ত অন্য সকল লাশের ময়নাতদন্তের মতো নয়। এটির জন্য পোর্টেবল এক্সরে মেশিন দরকার যা আমাদের হাসপাতালে ছিল না। পরে এ নিয়ে একটু ঝামেলা হলে প্রিন্সিপাল স্যারের উপস্থিতিতে ঝামেলার নিরসন করা হয়। বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার সদস্যসচিব সোহেল রানা কালবেলাকে বলেন, দুপুরে আমরা খবর পাই যে, কবর থেকে শহীদ মিঠুর লাশ উত্তোলনের পর হাসপাতালের মর্গে নিয়ে রাখার পর তার পরিবারকে জানানো হয় যে, এই লাশ ময়নাতদন্তের যেই যন্ত্র দরকার তা হাসপাতালে নেই। শুক্রবার সরকারি ছুটি থাকায় শনিবারের আগে লাশের ময়নাতদন্ত সম্ভব নয়। এ খবর পেয়ে আমরা মেডিকেল কলেজ হাসপাতালে যাই এবং কর্তৃপক্ষকে বলি যে প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই তারা কেনো কবর থেকে লাশ উত্তোলন করল? এটি শহীদের লাশের প্রতি অবমাননা। পরে আমাদের দাবির মুখে বাইরের একটি হাসপাতাল থেকে মেশিন এনে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

প্রসঙ্গত, জান শরীফ মিঠু সস্ত্রীক ঢাকার উত্তরায় পরিবার নিয়ে থাকতেন। ২০০৬ সালে নওগাঁর মেয়ে রোহেদুন সেজবা ইভার সঙ্গে বিয়ে হয় মিঠুর। মাহাবী শরীফ জারা নামে তাদের একটি মেয়ে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কেই প্রাণ গেল হবু দম্পতির

পিএসএলে ভারতীয় টেকনিক্যাল টিমকে সরিয়ে নিতে নির্দেশ, অনিশ্চয়তায় সম্প্রচার

কুড়িয়ে পাওয়া সেই শিশুটির হৃৎপিণ্ডে ছিদ্র, পাশে দাঁড়ালেন ইউএনও-বিএনপি নেতারা

যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত

কাশ্মীরে বড় সফলতা পেল ভারত

ভারত-পাকিস্তানকে জাতিসংঘের বার্তা

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

পহেলগামের হামলার পর ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াইয়ের কী হবে?

সিন্ধু পানি চুক্তি স্থগিতে ওয়াইসির প্রতিক্রিয়া

১০

ভারত-পাকিস্তান সংঘাতে আমেরিকা কার পক্ষে?

১১

সাবেক এমপি ছালেহা খানম আর নেই

১২

মেসিদের দুঃস্বপ্ন কানাডায়, ফাইনালে উঠতে মায়ামির চাই ৪ গোল!

১৩

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত, ৬ পুলিশ সদস্য নিহত

১৪

পাকিস্তানের পদক্ষেপে আকাশে বিপদে ভারত

১৫

পানির জন্য পাকিস্তান পারমাণবিক বোমা ব্যবহার করবে?

১৬

বায়োমেট্রিকে ব্যর্থ হলে শাস্তির আওতায় আসবে মালদ্বীপ প্রবাসীরা

১৭

পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মোদির প্রতি আহ্বান ওয়াইসির

১৮

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ

১৯

কাশ্মীর হামলা ইস্যুতে পাকিস্তান কী করল

২০
X