লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১০:২১ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

টোল প্লাজার কর্মচারীদের কুপিয়ে ১৪ লাখ টাকা ছিনিয়ে নেন বিএনপি নেতা

লালমনিরহাট তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা। ছবি : কালবেলা
লালমনিরহাট তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা। ছবি : কালবেলা

লালামনিরহাট তিস্তা সড়ক সেতু-১ এর টোল প্লাজায় হামলা চালিয়ে টোল আদায়কারী তিন কর্মচারীকে কুপিয়ে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে মাহফুজুর রহমান রাজু (৪০) নামে স্থানীয় এক বিএনপি নেতা ও তার সঙ্গীরা। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মামলাটি করেন টোল আদায়কারী পরিচালক নাজমুল আলম। মামলায় ওই বিএনপি নেতা রাজুসহ ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

এর আগে গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে টোল প্লাজায় ওই হামলার ঘটনা ঘটে। আহতরা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত বিএনপি নেতা মাহফুজুর রহমান রাজু সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের মোস্তাফি এলাকার সামাদ বেপারির ছেলে।

আহতরা হলেন- টোল আদায়কারী ম্যানেজার সুরুজ্জামান (৩০), কর্মচারী জুয়েল (২৬) ও মোখলেস (২৭)।

জানা যায়, গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাজুসহ ৫-৭ জন মোটরসাইকেলযোগে টোল না দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে তিস্তা টোল প্লাজা পার হচ্ছিলেন। এসময় টোল প্লাজার কর্মচারীরা মোটরসাইকেল প্রতি ১০ টাকা করে টোল চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর বিএনপি নেতা রাজু দেশীয় অস্ত্রে সজ্জিত দলবল নিয়ে তিস্তা টোল প্লাজায় হামলা চালিয়ে টোল আদায়কারী তিন কর্মচারীকে লোহার রড় দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় ক্যাশ বাক্সে থাকা ১৪ লাখ টাকা ছিনিয়ে নেন।

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. মোকাদ্দেম হোসেন জানান, আতদের মধ্যে জুয়েল ও সুরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে ঘটনাস্থলে পুলিশের ৫ জন সদস্য দায়িত্বরত থাকলেও তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া ঘটনার পর পরেই তড়িঘড়ি করে একটি পক্ষ সিসিটিভির ফুটেজ ও ঘটনার আলামত নষ্ট করেছে বলেও অভিযোগ উঠেছে।

টোল প্লাজায় দায়িত্বরত পুলিশের সাব-ইন্সপেক্টর রওশন কালবেলাকে জানান, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় লুটপাটের কোনো ঘটনা ঘটেছে কি না তা সিসিটিভির ফুটেজ দেখলে বোঝা যাবে।

এদিকে মামলার খবরের পর থেকে অভিযুক্ত বিএনপি নেতা মাহফুজুর রহমান রাজু পলাতক রয়েছেন। এ বিষয়ে তার বক্তব্য নিতে তার দুটি মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী কালবেলাকে বলেন, বুধবার রাতে তিস্তা টোলপ্লাজার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত শেষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / একচেটিয়া মাতৃদুগ্ধ পান শিশু পুষ্টির স্বর্ণমান

ডামুড্যায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জাবিতে সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিয়ে আসছে আইসিসি

পাবিপ্রবিতে ডিন হলেন‌ বঙ্গবন্ধু পরিষদের নেতা

সিলেটের ২ কিশোরীকে কক্সবাজারে পাচার, অনৈতিক কাজ করানোর অভিযোগ

‘দেশের ভেতরে একটি চক্র সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে’

গেমস খেলার দ্বন্দ্বের জেরে ২ পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

বাঙলা কলেজ মাঠে খেলাধুলায় নিষেধাজ্ঞা, অনুমতির শর্তে আয়োজন

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন

১০

‘আপনার মেয়েকে মেরে ফেলছি, মরদেহ নিয়ে যান’

১১

এক লাশের দাম ৪ লাখ টাকা!

১২

৩ ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করবে ইতালি

১৩

পাসপোর্ট অফিসে আচমকা দুদক, মিলল মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের প্রমাণ

১৪

কুমিল্লায় বৈষম্যবিরোধীর ২ নেতা বহিষ্কার

১৫

সেই আব্দুর রউফ দলের কেউ নন, দাবি বিএনপির

১৬

কোরবানির ঈদে ফিরছেন আরিফিন শুভ

১৭

বিচারকের সই জাল করে ভুয়া হলফনামা, রিমান্ডে আইনজীবী

১৮

কামরাঙ্গীরচরে ‘জনতার বাজার’ উদ্বোধন, মিলবে ন্যায্যমূল্যে পণ্য 

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯ ককটেল ও ৪০ পেট্রল বোমা উদ্ধার

২০
X