কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির তানভীরকে জিজ্ঞাসাবাদ করলে রাঘববোয়ালদের নাম বেরিয়ে আসবে : আবু হানিফ

এনসিপির তানভীরকে জিজ্ঞাসাবাদ করলে রাঘববোয়ালদের নাম বেরিয়ে আসবে : আবু হানিফ

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সমন্বয়করা। কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জায়গায় তদবির, টেন্ডার বাণিজ্যসহ নানা বিতর্কিত কাজে যুক্ত হয়ে জুলাই আন্দোলনে তাদের অর্জনকে ম্লান করেছে।

তিনি বলেন, সমন্বয়ক পরিচয়ে সচিবালয়ে ডিসি নিয়োগের বিতর্কে জড়ান তানভীর নামে এক সমন্বয়ক। সেই তানভীর আবার এনসিটিবির ৪শ কোটি টাকার দুর্নীতির সঙ্গেও জড়ান। এই তানভীর এনসিপির নেতা, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকারের উচিত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা। তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক রাঘববোয়ালদের নাম বেরিয়ে আসবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

উপজেলার করিমগঞ্জ কলেজের সামনে গণহত্যার বিচার, আওয়ামী লীগ ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ করিমগঞ্জ উপজেলা শাখা।

এসময় আবু হানিফ বলেন, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ ও তার দোসররা দেশে গণহত্যা চালিয়েছে। তাদের বিচারের ক্ষেত্রে সরকারের অনীহা দেখা যাচ্ছে। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের ক্ষেত্রে সরকারকে আরও জোড়ালো ভূমিকা পালন করতে হবে। যারাই আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বাসন করবে তাদেরকেই রুখে দিতে হবে। এই অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে ভবিষ্যতে সুযোগ পেলে এর চেয়ে ভয়ংকর গণহত্যা চালাবে। গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসররা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, কিশোরগঞ্জ বাংলাদেশে অন্যতম কৃষি প্রধান জেলা। এখানকার মানুষের বেশির ভাগই কৃষক। হাওর এলাকায় বোরো আবাদ বেশি হয়। এখন ভরা মৌসুমে ধানের পর্যাপ্ত মূল্য না পেয়ে কৃষকরা হতাশ। ধান উৎপাদনের যে খরচ সেই তুলনায় ধানের দাম কম হওয়ায় লোকসান হওয়ার আশঙ্কা বেশি। তাই সরকারের উচিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা। সরকারের উদ্যোগে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা। এখানে যেন মধ্যস্বত্ব ভোগী সিন্ডিকেট করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে।

জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম-আহ্বায়ক অভি চৌধুরী, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, করিমগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ সামসুল আলম, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আনাস মিয়া, করিমগঞ্জ পৌর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব সালাউদ্দিন আইউবী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামরাঙ্গীরচরে ‘জনতার বাজার’ উদ্বোধন, মিলবে ন্যায্যমূল্যে পণ্য 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯ ককটেল ও ৪০ পেট্রল বোমা উদ্ধার

রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর / নিহতদের প্রতি শ্রদ্ধা, দোষীদের বিচারের দাবি

সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশের নীতিগতভাবে অনুমোদন নিয়ে টিআইবির বিবৃতি

নির্বাচন যত বিলম্বিত হবে, আ.লীগ ততই সুযোগ পাবে : প্রিন্স

কক্সবাজার-মহেশখালী নৌপথে আনুষ্ঠানিকভাবে সি-ট্রাক চালু

কক্সবাজারের বাঁকখালীর দখল-দূষণ দেখলেন দুই উপদেষ্টা

কাশ্মীরে হামলা নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার

আল্লাহ জালেমদের ছাড় দিলেও ছেড়ে দেন না : শফিকুর রহমান

উত্তরা ইউনিভার্সিটিতে ‘বৈশাখী পার্বণ ১৪৩২’ উদযাপন

১০

প্রবাসী বাংলাদেশিদের কৃতিত্ব দিলেন প্রধান উপদেষ্টা

১১

টোল প্লাজার কর্মচারীদের কুপিয়ে ১৪ লাখ টাকা ছিনিয়ে নেন বিএনপি নেতা

১২

শ্রীলঙ্কার ৩ নাগরিক উদ্ধার, প্রশংসায় ভাসছেন ডিআইজি

১৩

গণতন্ত্র ধ্বংসকারীদের বিচারের আওতায় আনতে হবে : নীরব

১৪

বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

১৫

করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় পাকিস্তানের

১৬

যেসব সংস্কারে ঐকমত্য হয়েছে, তা জাতির সামনে প্রকাশ করুন : আমির খসরু

১৭

নেই এসিল্যান্ড, থমকে গেছে ভূমি অফিসের কার্যক্রম

১৮

গৃহবধূকে হত্যার দায়ে দেবরের ফাঁসি, শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন

১৯

ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বিক্ষোভ

২০
X