বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বেলালী বলেছেন, চেয়াম্যান আব্দুর রউফ স্বৈরাচারের মতো আচরণ করেছে। কোনো স্বৈরাচারের জায়গা সাতক্ষীরার মাটিতে হবে না। তিনি ২০০৬ সালেও আলেম ওলামাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছিলেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন তিনি এসব কথা বলেন।
ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদকে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও আলীপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ মাহফিলের স্টেজ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মনিরুল ইসলাম বলেন, চেয়ারম্যান আ. রউফ পরিকল্পিতভাবে মাহফিল স্টেজে পরিকল্পিতভাবে কবীর বিন সামাদকে অপমান অপদস্ত করেছে। তাকে যদি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করে তবে আন্দোলন গড়ে তুলব। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে রউফ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় আপনাদেরকে নিতে হবে। সাতক্ষীরা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গণিত সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ মসজিদ মিশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বেলালী, সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বুধবার (২৩ এপ্রিল) সাতক্ষীরা সদরের আলিপুর চেকপোস্ট মাদ্রাসা ও মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদ আমন্ত্রিত আতিথি ছিলেন। তিনি আলোচনা পেশ করার সময় রউফ বক্তা কবির বিন সামাদকে প্রকাশ্যে মাহফিলের স্টেজে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারতে উদ্ধত হয় । এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা উত্তেজিত হলে আব্দুর রউফ মাহফিলের স্টেজ থেকে নেমে যান।
মন্তব্য করুন