শিশু সিনহা খাতুনের (৫) ভাইয়ের জন্মদিন আজ। তার জন্মদিন উপলক্ষে বাড়িতে চলছিল জন্মদিন উদ্যাপনের আয়োজন ও রান্নার। এরইমাঝে সমবয়সীদের নিয়ে বাড়ির সামনের মাঠে খেলতে যায় সিনহা। তবে কিছুক্ষণ পরই দেখা যায় পুকুরে ভাসছে শিশুটির নিথর দেহ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘিরত্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সিনহা দিঘিরত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। সে সুজন মিয়া ও সুরাইয়া খাতুন দম্পতির ছোট সন্তান। তার বড় ভাই আরাফাতের (১০) জন্মদিন ছিল আজ।
স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান জানান, শিশু সিনহার বড় ভাইয়ের আজ জন্মদিন ছিল। বাড়ির সবাই তার জন্মদিন পালনের প্রস্তুতি ও খাবার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এদিকে বাড়ির পাশের সমবয়সী তিনজন শিশুর সঙ্গে খেলা করছিল সিনহা। খেলার মাঝে প্রায় ২০০ গজ দূরে আমের বাগানে আম কুড়াতে যায়। কুড়ানো আম নিয়ে পুকুরে ধুতে গেলে পা পিছলে পানিতে পড়ে যায় সিনহা।
এ সময় তার সঙ্গীরা দৌড়ে তার বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, খবর পেয়ে নবাবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন