পটুয়াখালীর বাউফল উপজেলায় মাদ্রাসায় ‘বলাৎকারের’ শিকার হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৫ আগস্ট) রাতে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়।
বারো বছর বয়সী শিশুটির নাম আল রাফি। সে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মো. রেজাউল আকনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি বড় ডালিমা মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া ও নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসায় পড়ত। সম্প্রতি সে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা শেষে চিকিৎসক জানান, শিশুটির মলদ্বারে ক্যান্সার হয়েছে এবং রক্তে ছড়িয়ে গেছে। এরপর রাফিকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শিশুটির দাদা আব্দুল আলী আকন অভিযোগ করেন, মাদ্রাসার পরিচালক হাফেজ সেলিম গাজী শিশুটিকে এক বছর ধরে বলাৎকার করেছেন। তিনি বলেন, ‘শিক্ষকের কারণে আজ আমার নাতি মারা গেল।’
তবে মাদ্রাসা পরিচালক সেলিম গাজী পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মহসীন কালবেলাকে বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় কঠিনতম শাস্তি হওয়া উচিত।
এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।
মন্তব্য করুন