কুমিল্লায় মেঘনা নদীতে ট্রলার ও বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় সেখানে হাজির হয় নৌ-পুলিশের একটি দল। পরে বেকায়দায় পড়ে গুলি চালিয়ে নিরাপদে সরে যেতে বাধ্য হয় পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় ঘটনাটি ঘটে।
চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. আজমগীর হোসাইন জানান, নিয়মিত নদী টহলের সময় তারা দেখতে পান, একটি স্পিডবোটে থাকা ৮-১০ জন ব্যক্তি বালুবাহী বাল্কহেড ও অন্যান্য ট্রলারে চাঁদা তুলছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আরও একটি স্পিডবোট ও ৩টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ১৮-২০ জন দেশীয় অস্ত্রসহ পুলিশের দিকে তেড়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে পুলিশ ১১ রাউন্ড গুলি ছুড়ে পেছনে সরতে থাকে।
তিনি বলেন, চাঁদাবাজদের দমন ও নদীপথ নিরাপদ রাখতে আমরা নিয়মিত টহলে থাকি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার সময় ডিউটিরত পুলিশ দলের সঙ্গে ছিলেন এসআই একেএম নূরুল হক হাওলাদার, কনস্টেবল তানভীর আহমেদ, কুসুম দেব ও মো. সাইদুর রহমান।
মন্তব্য করুন