দিনাজপুরের বিরামপুরে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওঁৎপেতে থাকা মো. আব্দুল কাদের নামে এক ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে পৌর শহরের শান্তিমোড় (মাহামুদপুর) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার তিন সহযোগী পালিয়ে যায়।
বুধবার (২৩ এপ্রিল) মো. আব্দুল কাদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া মো. আব্দুল কাদের ওরফে রোমান (২৫) বিরামপুর উপজেলার কসবা সাগরপুর গ্রামের (পাঠানছড়া বাজার সংলগ্ন) মৃত রফিতুল্লাহ মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রোমানের দেহ তল্লাশি করে সেনাবাহিনীর একটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, সে সেনা সদস্য নয় এবং পরিচয়পত্রটি জাল।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ছিনতাইয়ের পরিকল্পনা ও সেনাবাহিনীর ছদ্মবেশ ধারণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’
ওসি আরও জানান, ‘পলাতক ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
মন্তব্য করুন