আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

প্রকৃতিকে রাঙিয়ে ফুটেছে জারুল

প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে জারুল ফুল। ছবি : কালবেলা
প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে জারুল ফুল। ছবি : কালবেলা

ষড়ঋতুর দেশ এ বাংলাদেশ। প্রতি দুমাস পর পর ঋতুর পালাবদলে এ দেশের প্রকৃতির মধ্যেও পরিবর্তন ঘটে। প্রতিটি ঋতুতেই প্রকৃতিতে ফোটে নানা রঙের ফুল। এসব ফুলের সৌন্দর্যে প্রকৃতি মোহনীয় সাজে সেজে ওঠে।

এমনই এক চোখজুড়ানো ফুল জারুল। তার বেগুনি আভায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে। বসন্ত শেষে গ্রীষ্মের শুরুতে ফোটা এ ফুলের নৈসর্গিক সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন ফুলপ্রেমীসহ নানা বয়সী মানুষ।

জানা গেছে, জারুলের বৈজ্ঞানিক নাম লেজারস্ট্রমিয়া স্পেসিওজা। উদ্ভিদ বিজ্ঞান অনুযায়ী জারুল লিথ্রাসি গোত্রের উদ্ভিদ। এ উদ্ভিদ নিম্নাঞ্চলের জলাভূমিতে ভালোভাবে বেড়ে উঠতে পারে, এছাড়া শুকনো এলাকায়ও এরা মানিয়ে নিতে পারে। এর আদি নিবাস শ্রীলঙ্কা। চীন, মালয়, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মিয়ানমার ও বাংলা-ভারতের জলাভূমি অঞ্চলেও জারুল গাছের দেখা মেলে। এর রং ধূসর, বাকল মসৃণ। এর ফুল গাঢ় বেগুনি।

এ ফুলের ছয়টি পাপড়ি ও হলুদ রঙের পরাগ রয়েছে। এর কাঠ লালচে রঙের, শক্ত ও টেকসই। ইংরেজিতে এ গাছকে প্রাইড অব ইন্ডিয়া এবং ফুলকে কুইন ফ্লাওয়ার বলা হয়। তবে এটিকে বাংলার চেরিও বলা হয়। লাঙল ও নৌকা বানাতে জারুলের কাঠ ব্যবহার করা হয়। তবে এ গাছের কাঠ ব্যবহার উপযোগী হতে দীর্ঘদিন সময় লাগে বলে এ গাছ রোপণে অনাগ্রহ বেশি।

জারুল শুধু সৌন্দর্যবর্ধনই করে না, এর রয়েছে ভেষজ গুণ। মানবদেহের নানা রোগ নিরাময়ে এ গাছের বিভিন্ন অংশ ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। এর বীজ, ছাল ও পাতা ডায়াবেটিস রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও জ্বর, কাশি, অনিদ্রা ও অজীর্ণতায় জারুলের ভূমিকা অপরিসীম।

সরেজমিনে দেখা গেছে, ঋতুরাজ বসন্তের বিদায় হতে না হতেই গ্রীষ্মের শুরুতে জারুল ফুলের উজ্জ্বল আভায় প্রকৃতি সেজেছে মোহনীয় সাজে। জারুল ফুলে মনমাতানো গন্ধ না থাকলেও মোহনীয় এ রূপ সৌন্দর্য পিপাসুদের মুগ্ধ করছে। বৈশাখের শুরু থেকেই কুমিল্লা-মিরপুর সড়কের বিভিন্ন জায়গায় ও উপজেলার বিভিন্ন সড়ক এবং কোনো কোনো বাড়িঘর ও জলাশয়ের পাশে নয়নাভিরাম সৌন্দর্য নিয়ে থোকায় থোকায় ফুটতে শুরু করেছে চোখজুড়ানো জারুল ফুল। এ ফুলের গাঢ় বেগুনি রঙের সৌন্দর্য আকৃষ্ট করছে ফুলপ্রেমীসহ সব বয়সী মানুষকে। জারুল ফুলের কোমল পাপড়ি ও দৃষ্টিনন্দন বর্ণচ্ছটা গ্রীষ্মের প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তুলেছে। চলার পথে পথচারীদের থমকে দিচ্ছে জারুল ফুলের মনকাড়া সৌন্দর্য। এ ফুলের নৈসর্গিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কেউ কেউ মোবাইলবন্দি করছেন জারুলের নয়নাভিরাম দৃশ্য।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানা আলম শেলী বলেন, গ্রীষ্ম মৌসুমে ফোটা বিভিন্ন জাতের ফুলের মধ্যে মানুষের নজর কাড়ছে থোকায় থোকায় ফোটা গাঢ় বেগুনি জারুল ফুল। এ ফুল প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে। আসা-যাওয়ার পথে সড়কের পাশে ফোটা জারুল ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছি। সুন্দর ফুলের জন্য দূর থেকেই চোখে পড়ে এ গাছ।

জামাল হোসেন ভূঁইয়া নামে এক স্কুলশিক্ষক বলেন, জারুল একটি পরিচিত নাম। প্রতি বৈশাখের শুরুতে জারুল গাছে ফুল ফুটতে শুরু করে। জারুলের ফুল গ্রীষ্মে ফোটা ফুলগুলোর মধ্যে সৌন্দর্যে অন্যতম। এটি যে কোনো পরিবেশে জন্মায়, যদিও এটি নিম্নাঞ্চলের জলাভূমির উদ্ভিদ। জারুল ফুলের সৌন্দর্য যে কাউকেই আকৃষ্ট করে। জারুলের শক্ত কাঠ ঘরের আসবাবপত্র ও গৃহস্থালি কাজে ব্যবহৃত হয়। তবে এ গাছের সংখ্যা প্রকৃতি থেকে দিন দিন কমে যাচ্ছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি চিকিৎসক ডা. সোহেল রানা কালবেলাকে বলেন, এ দেশের জন্য জারুল একটি পরিচিত উদ্ভিদ। এ গাছ ভেষজ গুণ সমৃদ্ধ। এর ফুল গ্রীষ্মের প্রকৃতিকে বেগুনি রংয়ে রাঙিয়ে তোলে। এ ফুলের সৌন্দর্যে যে কেউ আকৃষ্ট হতে বাধ্য। এ গাছের বীজ, পাতা, ছাল মানবদেহের নানা রোগ নিরাময়ে ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীরে গিয়ে হুংকার দিলেন অমিত শাহ

নিজে বাঁচতে যাত্রীদের খালে ফেলে দিলেন অটোচালক

অভিনেত্রী শাওন-হারুনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাবার সঙ্গে নিজ গ্রামে গাইবেন হাবিব

কাশ্মীর হামলার পর পাকিস্তান সেনাপ্রধানের পুরোনো বক্তব্য ফের ভাইরাল

‘হাসিনারে নামাইতে পোলারে হারাইছি’

লা লিগায় খেলতে চান রোমেরো

সাবেক মেয়র আতিক নির্বাচনে অংশ নিলে বিজয়ী হবেন : আইনজীবী 

বন্ধ হলো ঝালকাঠির সেই হাউন আঙ্কেলের ভাতের হোটেল

আ.লীগের দোসররা ঘাপটি মেরে আছে : রিজভী

১০

তিনটায় শাহবাগ ব্লকেড 

১১

তিন বিভাগে তাপপ্রবাহ 

১২

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু

১৩

রিয়াল মাদ্রিদের আগ্রহ নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন মিডফিল্ডার

১৪

পাকিস্তানের কথা বিশ্বাস করছে না ভারত

১৫

টেস্ট চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিসিবি কর্মকর্তার মৃত্যু

১৬

আগে একাত্তরের গণহত্যাকারীদের বিচার, পরে হাসিনার : শাজাহান খান

১৭

জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বেসিসের ৬ সদস্য প্রতিষ্ঠান

১৮

কাশ্মীরে হামলাকারী কারা, পাকিস্তানের সঙ্গে কী সম্পর্ক?

১৯

সিলেটে টেস্ট / টাইগার ব্যাটারদের ভরাডুবি, জিম্বাবুয়ের টার্গেট ১৭৪ রান

২০
X