খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এম এম মজিবর রহমানকে (৭০) আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
গত ২০ এপ্রিল খুলনার বিভিন্ন স্থানে মিছিল ও দেশকে অস্থিতিশীল করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটক মুজিবুর রহমান খুলনা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
গোয়েন্দা পুলিশের এক কর্তকর্তা আটকের বিষয়টি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। দেশে নাকশকতা সৃষ্টি অস্থিতিশীল করার তোলার অভিযোগে এম এম মুজিবুর রহমান আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান তিনি।
এদিকে খুলনায় আ.লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পাঁচজনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিশন পুলিশ।
এদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন। কেএমপির মিডিয়া অ্যান্ড সিপি মোহা. আহসান হাবীব এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রবিউল আলম রবি (৫১), মিলন রায় চৌধুরী (৫৩), বোরহান শেখ (৫২), অসিত বাগচি (৪৫) ও বায়েজীদ শেখ (৩২)।
মন্তব্য করুন