কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোকারিম মিয়া (১৬) চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্রামের ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে চাচা বাবুল এবং তার ছেলে মনির মিয়াসহ পরিবারের লোকজন ভাতিজা মোকারিমের উপর হামলা চালিয়ে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত মোকারিমকে দ্রুত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
নিহতের আরেক চাচা মো. হারুন মিয়া বলেন, মাছ ধরা নিয়ে ঝগড়া হয়। তারপর বাবুল, মনির ধারালো ছুরি দিয়ে আঘাত করে মোকারিমকে হত্যা করেছে। আমি ফেরাতে গিয়ে আহত হয়েছি। আমরা বাবুল ও মনিরের শাস্তি চাই।
চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে একজন মারা গেছে। ঘটনা শুনে তাদের বাড়িতে এসেছি।
ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল জানান, নিহতের ঘটনা শুনেছি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন