নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করে নারীদের বিক্ষোভ

আড়াইহাজার থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে স্বজনদের বিক্ষোভ। ইনসেটে সাগর হাসান। ছবি : কালবেলা
আড়াইহাজার থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে স্বজনদের বিক্ষোভ। ইনসেটে সাগর হাসান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাগর হাসানকে (২৫) ছাড়াতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে তার স্বজনরা। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।

সোমবার (২১ এপ্রিল) সকালে আড়াইহাজার থানায় এ ঘটনা ঘটে।

এর আগে রোববার (২০ এপ্রিল) রাতে মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সাগর হাসান উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার কল্যান্দী শেখ বাড়ি এলাকার কবির হাসানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পরে সকাল ১১টার দিকে ২০-৩০ জন নারী থানা ঘেরাও করে। তারা সবাই ছাত্রলীগ নেতা সাগরের আত্মীয় পরিচয় দেয়। এ সময় তারা ছাত্রলীগ নেতা সাগরকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চান। এমনকি ছাত্রলীগ নেতাকে নির্দোষ দাবি করে ছেড়ে দেওয়ার দাবি জানান। এ নিয়ে তারা বিক্ষোভ করেন। এই খবর পেয়ে স্থানীয় বিএনপি, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা থানায় আসলে তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। এর একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়েছে। আর ছাত্রলীগ নেতা সাগরের মা ও তার খালাকে কিছু সময়ের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হলে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, এ বিষয়ে আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখব।

নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম কালবেলাকে বলেন, ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করার পর তার পক্ষ হয়ে পরিকল্পিতভাবে ২০-৩০ জন নারী থানায় এসে বিশৃঙ্খলা করতে চেয়েছিল। তারা ওই ছাত্রলীগ নেতার স্বজন পরিচয় দিলেও তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। মূলত এই ঘটনায় নারীদের পাঠানোর মূল উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা করা।

পুলিশ সুপার আরও বলেন, এই ঘটনায় ছাত্রলীগ নেতার মা ও তার খালাকে কিছু সময়ের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সাগরকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

তৃতীয় দফায় যে দেশে মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন-তেহরান

এটিএম আজহারের মুক্তিতে দেরি, বিস্মিত-ব্যথিত জামায়াত

আটক ভুয়া এনএসআই সদস্য সাবেক ছাত্রলীগ নেতা

কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের

কমিটিতে আসার এক মাসের মধ্যেই ছাত্রদলের ২ নেতাকে শোকজ

ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস 

বিশ্লেষণ / লেজার অস্ত্রে কেন এত ঝুঁকছে ইরান

হলে কড়া গার্ড, গণিত পরীক্ষা খারাপ হওয়ায় কেন্দ্র ভাঙচুর

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি পেছাল

১০

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি আজ

১১

কুমিল্লায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল-এনসিপির যৌথ মিছিল

১২

চাকরির নামে ২৮ লাখ টাকা আত্মসাৎ, মেডিকেল অফিসার আটক

১৩

সপ্তাহে ১ দিন কাজ, ৬ দিন ছুটি—এই অবিশ্বাস্য সুযোগটি কোথায়?

১৪

দুর্নীতির সংবাদে সাংবাদিক তলবে সিআরইউ’র নিন্দা 

১৫

মায়ের বুক খালি করা রাজনীতি আমরা চাই না : ধর্ম উপদেষ্টা

১৬

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ 

১৭

মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে যুবক নিহত

১৮

সেকেন্ডেই সব ধ্বংস, কেন এই বোমার তাণ্ডব চালাল চীন

১৯

আর্থিক প্রতিষ্ঠানে এসি ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের নতুন পদক্ষেপ

২০
X