দিনাজপুরের বিরলে কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর চার দিন পর চার জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) ভবেশের একমাত্র ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় এই মামলা করেন।
মামলার আসামিরা হলেন বাসু্দেবপুর গ্রামের আতিকুর ইসলাম, শহরগ্রামের রতন ইসলাম, মুন্না ইসলাম ও পাঁচসালা গ্রামের মো. রুবেল। মামলার বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।
ভবেশ চন্দ্র রায় দিনাজপুরের বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মৃত তারক চন্দ্রের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। ভবেশ বিরল উপজেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মামলার এজাহারে স্বপন চন্দ্র উল্লেখ করেছেন, আসামি চারজনের সঙ্গে তার বাবার সম্পর্ক খুবই ভালো ছিল। আর্থিক প্রয়োজনে তার বাবা (ভবেশ রায়) মামলার প্রধান আসামি প্রতিবেশী আতিকের কাছ থেকে ২৫ হাজার টাকা সুদের ওপরে ধার নিয়েছিলেন। সেই টাকা আদায় করতে গত ১৭ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে বাবাকে বাড়ি থেকে ডেকে অজ্ঞাত স্থানে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করে আতিন ও তার সঙ্গীরা।
মন্তব্য করুন