দিনাজপুরের বীরগঞ্জে বিয়ের ১৭ মাসের মাথায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন সোহাগ ইসলাম (২১) নামের এক যুবক। রোববার (২০ এপ্রিল) বিকেলে বীরগঞ্জ পৌর শহরের সুজালপুর গ্রামের স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় নিজেকে ‘মুক্তবিহঙ্গ’ হিসেবে ঘোষণা দেয় যুবক। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা শুরু হয়।
সোহাগ ইসলাম ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৭ মাস আগে উপজেলার মাকড়াই গ্রামের শেখ শাহাদাতের মেয়ে শাহিনুর আক্তার (১৯) সঙ্গে পারিবারিকভাবে সোহাগ ইসলামের বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ ও কলহ লেগেই থাকত। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠকও হয়, কিন্তু কোনো সমাধান হয়নি। বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়। অবশেষে রোববার (২০ এপ্রিল) দুই পরিবারের সমঝোতায় আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে বিচ্ছেদ হয়।
সোহাগ ইসলামের বাবা মো. আব্দুর রহিম জানান, তার এক ছেলে এক মেয়ে। ছেলেমেয়ের মধ্যে মেয়ে বড় এবং বিবাহিত। ছেলে সোহাগ ইসলাম পৌর শহরের কবি নজরুল উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ১৭ মাস তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর মেয়ে এবং তার পরিবারের আচরণগত কারণে পরিবারের অশান্তি বিরাজ করছিল। এক পর্যায়ে উভয় পরিবারের সিদ্ধান্তে তাদের বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়েছে।
কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন জানতে চাইলে সোহাগ ইসলাম বলেন, ‘পরিবারের সিদ্ধান্তই বিয়ে করেছিলাম। এখন পর্যন্ত কোনো সন্তান না হলেও বিয়ের পর বেশ কিছুদিন সুখেই কাটছিল। কিন্তু কিছু দিন গড়াতে স্ত্রী ও তার পরিবারের আচরণ সংসারে অশান্তি শুরু হয়। অনেক চেষ্টা করেও সমাধান করতে পারিনি। পরিস্থিতি সহ্য করার সীমা অতিক্রম করায় কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। এ মুহূর্তে আর বিয়ে নয়, অর্থ উপার্জন ও প্রতিষ্ঠিত হওয়াই এখন প্রধান লক্ষ্য।’
মন্তব্য করুন