খুলনার বটিয়াঘাটায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মিজানুর রহমান খোকনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। সোমবার (২১ এপ্রিল) র্যাব-৬ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার (২০ এপ্রিল) রাতে বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিকটিম গত ১৯ এপ্রিল রাত ৮টার দিকে খাবার কিনে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে ভিকটিমের প্রতিবেশী খোকন জানায় তার বাবা ডাকছে। এমন কথা শুনে ভিকটিম তাদের সঙ্গে একটি পরিত্যক্ত ঘরে প্রবেশ করলে সেখানে থাকা আরও কয়েকজন মিলে ওই শিশুকে ধর্ষণ করে ফেলে রেখে যায়।
এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বটিয়াঘাটার তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে আসামি মিজানকে গ্রেপ্তার করে র্যাব।
বাটিয়াঘাটা থানার ওসি মো. মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, আসামি মিজানুর রহমান খোকনকে র্যাব থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে নিয়ে তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
মন্তব্য করুন