খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানে মিলেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের আস্তানা। এ সময় চাঁদা আদায়ের রসিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্মসহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করে যৌথ বাহিনী।
সোমবার (২১ এপ্রিল) অপহরণকৃত ৫ শিক্ষার্থীর সন্ধানে ভোর ৫টার দিকে ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারিপাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পূর্ণ চন্দ্র কার্বারিপাড়ার একটি বাড়িতে ভোরে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত বিভিন্ন সামরিক পোশাক, সাংগঠনিক নথিপত্র ও প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানকালে সামরিক ইউনিফর্মসহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে জানান, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনে প্রতিটি এলাকা তল্লাশি করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত বুধবার (১৬ এপ্রিল) সকালের দিকে বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে জেলা সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ পাঁচ শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি চবির শাখা সদস্য রিশন চাকমা ও তার চার বন্ধু বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মন্তব্য করুন