ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা দরিদ্র শামছুল হকের মেয়ে মারিয়া জাহানের বিয়ের সার্বিক সহযোগিতার পাশাপাশি নবদম্পতির সঙ্গে মোবাইলে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধার মানিক গ্রামে বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। বিয়ের সকল আয়োজন তারেক রহমানের সার্বিক সহযোগিতায় সম্পন্ন করেন ফেনী-১ সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
স্থানীয় সূত্রে জানা গেছে, হতদরিদ্র শামসুল হকের কন্যা মারিয়া জাহানের বিয়ে ঠিক হয় কিছুদিন আগে। কিন্তু অর্থাভাবে বিয়ে সম্পন্ন করা প্রায় অসম্ভব ছিল পরিবারটির। বিষয়টি দলীয় নেতাদের মাধ্যমে জানার পর বিয়ের পুরো আয়োজনের দায়িত্ব নেন এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিয়ের কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন তারেক রহমান।
এদিকে বিএনপি নেতা রফিকুল আলম মজনু অভিভাবকের দায়িত্ব নিয়ে কনে মারিয়া জাহানকে বরের হাতে তুলে দেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। তিনি কালবেলাকে জানান, শামসুল হক একজন দরিদ্র মানুষ। তার মেয়ের বিয়েতে তারেক রহমানের নির্দেশনায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি পরিবার। আমাদের নেতা তারেক রহমান একজন মানবিক মানুষ। তিনি কনের বাবা এবং বরের সঙ্গে মোবাইলে কথা বলেছেন এবং তাদের খোঁজখবর নিয়েছেন। পরে যে কোনো প্রয়োজনে তিনি সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহমেদ মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, রাধানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহাবুবসহ দলীয় নেতারা।
মন্তব্য করুন