ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ঘোষণার দাবিতে মানববন্ধন ও গণমিছিল হয়েছে।
রোববার (২০ এপ্রিল) দুপুরে বরিশালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিসিসির সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন হয়। এর আগে নগরীতে একটি গণমিছিলে অংশ নেন আন্দোলনকারীরা।
এ সময় বক্তারা বলেন, ২০২৩ সালের সিটি নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিমই প্রকৃত বিজয়ী হয়েছিলেন। ভোটের দিন আওয়ামী লীগের সন্ত্রাসীরা ফয়জুল করীমের হামলা চালিয়ে রক্তাক্ত করে।
তারা আরও অভিযোগ করেন, তৎকালীন প্রশাসন ভোটে সরাসরি হস্তক্ষেপ করে জোর করে নৌকার প্রার্থীকে জয়ী করে। মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে দ্বিতীয় পজিশনে দেখিয়ে পরাজিত ঘোষণা করা হয় বলে দাবি করেন বক্তারা।
এর আগে গত বৃহস্পতিবার ২০২৩ সালের বিসিসি নির্বাচনের ফলাফল বাতিলে বরিশাল সিটি নির্বাচনী ট্রাইব্যনালের বিচারক ও সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেন ফয়জুল করিম। তার পক্ষে আবেদনটি আদালতে দাখিল করেন আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির।
মন্তব্য করুন