গাজীপুরের টঙ্গীতে সিজান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার রেল কলোনি বস্তিতে এ ঘটনা ঘটে।
নিহত সিজানের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর থানার কান্দিপাড়া গ্রামে। তিনি টঙ্গীর রেল কলোনি বস্তির মরকুন পশ্চিমপাড়ায় পরিবারসহ বসবাস করতেন। তার বাবার নাম স্বপন এবং মায়ের নাম শিরিনা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ফারুকের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন সিজন। এ সময় ইমন ও রাহুল নামের দুই যুবক ধারাল চাপাতি দিয়ে তার বুকে আঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এবং সিজনের স্ত্রী আফসানা তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে উত্তরা বাংলাদেশ মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার এন. এম নাসির উদ্দিন বলেন, ঘটনার পর টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন