যশোরের কেশবপুরে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন মন্দিরের উন্নয়নের জন্য প্রদত্ত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্দির কমিটির নেতৃবৃন্দের কাছে ওই চেক হস্তান্তর করেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব উৎপল দে’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা ও যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু।
এ সময় আরও বক্তব্য দেন পৌর কমিটির আহ্বায়ক মলয় বসু, ফ্রন্ট নেতা তাপস দাস, চন্দন সরকার, চিরজ্ঞিত শীলসহ ফ্রন্টের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন