সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্চুর

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। ছবি : কালবেলা
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে বলেছেন, আপনারা ধর্মের সঙ্গে প্রতারণা করেন এটা দেশের মানুষ জেনেছে। জামায়াত সম্পর্কে বলতে অনেক সময় লেগে যাবে। কারণ এরা প্রতারক, ভণ্ড ও লেবাসধারী।

রোববার (২০ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনকে হাতুড়িপেটা ও শাহজাদপুরে যুবদল নেতাকে হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সাইদুর রহমান বাচ্চু বলেন, আজকে আজাদকে আক্রমণ করেছে কারা, তাদের চরিত্র কি, তাদের দলের প্রতিষ্ঠাতা কে, তাদের দল গঠন হয়েছে কোথায়, তাদের স্বাধীনতাযুদ্ধে ভূমিকা কি, তাদের প্রত্যেকটা বিতর্কিত নির্বাচনে ভূমিকা কি, এটা আপনাদের জানতে হবে। আজকে বিএনপি কমন টার্গেটে পরিণত হয়েছে। কারণ এ দেশে নির্বাচন হলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এ কারণে বিএনপিকে আজকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আর এ ষড়যন্ত্রের মূল হোতা জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীর সমালোচনা করতে গিয়ে তিনি আরও বলেন, গত ১৭ বছর আমরা হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করেছি। এ প্রতিবাদ করতে গিয়ে লাখ লাখ নেতাকর্মী কারাগারে গেছে। খুন হয়েছে, গুম হয়েছে। সর্বশেষ জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপির ৫০০-এর বেশি নেতাকর্মী শহীদ হয়েছে। জামায়াতের ভাইয়েরা হিসাব দেন, আপনাদের কয়জন নেতাকর্মী শহীদ হয়েছেন।

বিএনপির এ নেতা বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য হঠাৎ করে বলে দিলেন, যারা আজকে লুটপাট করেছে এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, যারা আলেমদের হত্যা করেছে, সাংবাদিকদের হত্যা করেছে, বিডিআরকে হত্যা করেছে, তাদের মাফ করে দেওয়া হলো। মাফ করে দেওয়ার ক্ষমতা কি জামায়াতে ইসলাম রাখে। হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, আমার ছাত্র ভাই মৃত্যুবরণ করেছে। জামায়াতে ইসলামী হঠাৎ করেই মাফ করে দিলেন। অর্থাৎ ওনাদের চরিত্র এরকমই। বাচ্চু বলেন, জামায়াতে ইসলামী বলে আল্লাহর শাসন প্রতিষ্ঠিত করবে, কিন্তু দেখেন মন্দিরে গিয়ে তারা গীতা পাঠ করে, কীসের জন্য গীতা পাঠ করেন হিন্দু সম্প্রদায়ের ভোট নেওয়ার জন্য। অত সোজা না, এ দেশের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করেছেন, দেশের মানুষ যখন স্বাধীনতার জন্য পাগল, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, আপনারা ঘরে ঘরে গিয়ে মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিয়েছেন, এটা আপনাদের চরিত্র।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বলেন, জামায়াতে ইসলামী দল গঠন হয়েছে পাকিস্তানে। জামায়াতে ইসলাম কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারেনি। তিন শতাংশ ভোট নিয়ে বিএনপির সঙ্গে লড়তে চান। মুসলমানের সেন্টিমেন্টে আঘাত দেন, ধর্মের টিকিট বিক্রি করেন। বেহেশতের চিঠি বিক্রি করেন, যে বেহেশতের গ্যারান্টি আমার নবী মাত্র ১০ জনের জন্য দিয়েছিলেন। বাদবাকি বেহেশতের গ্যারান্টি আর কেউ দিতে পারে না।

সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, রাষ্ট্রীয় প্রশাসনের ভাইদের বলতে চাই, বিএনপিকে টার্গেট করার চেষ্টা করবেন না। বিএনপি রক্ত দিতে জানে, বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি ইসলামী মূল্যবোধের দল, বিএনপি সমাজতন্ত্রের দল, বিএনপি গণতন্ত্রের দল। বিএনপির মধ্যে সব কিছু আছে, বিএনপির ভোট ৩৫ থেকে ৪০ পারসেন্ট। যারা আজকে প্রশাসনের মধ্য থেকে জামায়াতকে সহযোগিতা করতে চান আপনাদের মুখোশও খুলে দেওয়া হবে।

সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি মকবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, অমর কৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, নূর কায়েম সবুজ, হারুন-অর-রশিদ খান হাসান উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে এবার আম, আগামী বছর যাবে কাঁঠাল

ঐক্য পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দেশজুড়ে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সরকারের সঙ্গে চীনের সম্পর্ক উঁচু মাত্রায় পৌঁছেছে : চীনা রাষ্ট্রদূত

চীনের ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক

বাংলাদেশের সীমানায় আরাকান আর্মির অনুপ্রবেশে জামায়াতের উদ্বেগ

যাত্রাবাড়ী থানার এসআই’র বিরুদ্ধে বরিশালে ধর্ষণ মামলা

‘সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না’

বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনীর মতো আচরণ করছে : নাছির

১০

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

১১

কুয়েট উপাচার্য অপসারণের দাবিতে আলটিমেটাম, কাল থেকে আমরণ অনশন

১২

ত্যাগ আর ভালোবাসার গল্প ‘ডক্টর আদনান’

১৩

ই-ক্লাব ঈদ রিইউনিয়নে উদ্যোক্তাদের প্রাণের স্পন্দন

১৪

গাজায় ইসরায়েলি সেনাদের অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক

১৫

তিন দাবিতে ‘আগামীর ভোলা’র বিক্ষোভ সমাবেশ

১৬

রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত

১৭

দুপুরে অভিযান, সন্ধ্যায় আ.লীগের মিছিল

১৮

যুদ্ধবিরোধী ইসরায়েলি জনগণ, যুদ্ধপিয়াসী নেতানিয়াহু

১৯

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা, মহাসড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ

২০
X