নোয়াখালীর হাতিয়ায় স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সেক্রেটারি থেকে জিয়া মঞ্চের ইউনিয়ন সভাপতি হওয়া জামসেদুল ইসলাম টুটুলকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) বিকেলে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জামাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিয়া মঞ্চ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ১ নম্বর হরনী ইউনিয়নের সভাপতি ডা. জামসেদুল ইসলাম টুটুল ভিন্ন রাজনৈতিক দলের সদস্য থাকায় এবং তথ্য গোপন করায় জিয়া মঞ্চের হাতিয়া উপজেলার ১ নম্বর হরনী ইউনিয়নের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো। পাশাপাশি ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি জিয়া মঞ্চের হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন শাখার ২০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জামসেদুল ইসলাম টুটুলকে সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে তিনি একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিষয়টি দৈনিক কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কেন্দ্রীয় কমিটির নজরে এলে তাকে বহিষ্কার করা হয়।
মন্তব্য করুন