চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চসিক মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিতে মন্ত্রণালয়ের চিঠি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিতে চিঠি দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে চিঠিটি ইস্যু করা হয়।

রোববার (২০ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদান সংক্রান্ত ডিও পত্রটি এতদ্‌সঙ্গে প্রেরণ করা হলো (কপি সংযুক্ত)। বর্ণিত ডিও পত্রের বিষয়ে সদয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।’

এ বিষয়ে সম্প্রতি জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক সভায় মেয়র ডা. শাহাদাত বলেন, প্রথম দিন থেকেই আমি নগর সরকারের বিষয়ে সোচ্চার ছিলাম। এটার জন্য আমি মিনিস্ট্রি লেভেলেও গিয়েছি, তখনো আমি শপথ নিইনি। তখন প্রায়ই ২০ দিনের মতো আমি ঢাকা ছিলাম। মিনিস্ট্রিতে আমি কথাবার্তা বলেছি। এমনকি আমি প্রধান উপদেষ্টার অফিসেও গিয়েছিলাম। কিন্তু ওইদিন তার সঙ্গে আমার দেখা হয়নি। যারা প্রধান সচিব আছেন, তাদের সঙ্গে কথা হয়েছে। মুখ্য সচিবের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, সব হবে। এটা একটু সময়সাপেক্ষ ব্যাপার।

মেয়র বলেন, তোফায়েল আহমেদ সাহেবকে (স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান) সংস্কার করার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে নগর সরকারের সুপারিশের বিষয়টি আছে। সুপারিশের পর হয়তো বা এটা কিছু হতে পারে। আমি আমার মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীর স্ট্যাটাসটা চেয়েছিলাম, যেটা আগে ছিল। তাহলে আমি সেবাপ্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করতে পারব।

মেয়র আরও বলেন, আলটিমেটলি আমাকে যদি স্ট্যাটাস না দেওয়া হয়, তাহলে আমি যদি কোনো আদেশ করি সেটা তারা নাও শুনতে পারে। ওই সেন্স থেকে আমি সেটা বলেছি। এখন পর্যন্ত সেটা আমাকে দেওয়া হয়নি। তারপরও আমি কৃতজ্ঞ আমার ডাকে সবাই সাড়া দিয়েছে। তারা রেসপন্স না করলেও পারত। কিন্তু চট্টগ্রামের স্বার্থে বন্দর কর্তৃপক্ষ, সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসাসহ সব সেবাপ্রদানকারী সংস্থা আমার ডাকে সাড়া দিয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ মেয়র হিসেবে রেজাউল করিম চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা পান। এ ছাড়া মাহমুদুল ইসলাম চৌধুরী (১৯৮৯), মীর মোহাম্মদ নাছির উদ্দিন (১৯৯১-১৯৯৩) ও প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী (১৯৯৪-২০১০) মেয়র থাকাকালে প্রতিমন্ত্রীর মর্যাদা পান। তবে মোহাম্মদ মনজুর আলম (২০১০-২০১৫) ও আ জ ম নাছির উদ্দীন (২০১৫-২০২০) মেয়রের দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর মর্যাদা পাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে এবার আম, আগামী বছর যাবে কাঁঠাল

ঐক্য পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দেশজুড়ে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সরকারের সঙ্গে চীনের সম্পর্ক উঁচু মাত্রায় পৌঁছেছে : চীনা রাষ্ট্রদূত

চীনের ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক

বাংলাদেশের সীমানায় আরাকান আর্মির অনুপ্রবেশে জামায়াতের উদ্বেগ

যাত্রাবাড়ী থানার এসআই’র বিরুদ্ধে বরিশালে ধর্ষণ মামলা

‘সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না’

বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনীর মতো আচরণ করছে : নাছির

১০

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

১১

কুয়েট উপাচার্য অপসারণের দাবিতে আলটিমেটাম, কাল থেকে আমরণ অনশন

১২

ত্যাগ আর ভালোবাসার গল্প ‘ডক্টর আদনান’

১৩

ই-ক্লাব ঈদ রিইউনিয়নে উদ্যোক্তাদের প্রাণের স্পন্দন

১৪

গাজায় ইসরায়েলি সেনাদের অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক

১৫

তিন দাবিতে ‘আগামীর ভোলা’র বিক্ষোভ সমাবেশ

১৬

রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত

১৭

দুপুরে অভিযান, সন্ধ্যায় আ.লীগের মিছিল

১৮

যুদ্ধবিরোধী ইসরায়েলি জনগণ, যুদ্ধপিয়াসী নেতানিয়াহু

১৯

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা, মহাসড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ

২০
X