ময়মনসিংহের ভালুকায় অবৈধ ডিজেল ও পেট্রোল বিক্রির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে আমির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আমির হোসেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজী হোসেনের মালিকানাধীন একটি প্রজেক্টে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আমির গাজী হোসেনের প্রজেক্টে থেকে অবৈধভাবে ডিজেল ও পেট্রোল বিক্রি করতেন। রাত আনুমানিক ৩টার দিকে দোকানে হঠাৎ আগুন লাগলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে দোকান ঘরে প্রবেশ করে দুই ড্রামের মাঝখানে পুড়ে যাওয়া আমির হোসেনের মৃতদেহ উদ্ধার করেন তারা।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল রহমান জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং নিহতের পোড়া লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে।
ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন