রাজশাহীতে মো. মাসুদ রানা নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) ভোরে নগরীর রাজপাড়া থানার জেলা পুলিশ লাইন্স ব্যারাকের তৃতীয় তলায় টয়লেটের জানালা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পুলিশ সদস্য মো. মাসুদ রানা (৩৪) নাটোর জেলার গুরুদাসপুর থানার পাঁচশিশা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। রাজপাড়া থানার ওসি আশরাফুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মো. মাসুদ রানা কনস্টেবল হিসেবে বাগমারার জুগিপাড়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। অসুস্থজনিত কারণে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন এবং চিকিৎসা শেষে পুলিশ লাইন্স রাজশাহীর ব্যারাকে অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ এবং মানসিক সমস্যার কারণে গলায় ফাঁস দিয়েছেন তিনি।
ওসি আশরাফুল আলম বলেন, তার মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন