গাজীপুরের টঙ্গীতে মোবাইল ক্যাসিনো গেমে আসক্ত হয়ে ইস্রাফিল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
রোববার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর আঙ্গুরের টেক এলাকায় ভাড়া বাসায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইস্রাফিল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাইন্না ধলা গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে টঙ্গীতে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইস্রাফিল বেশ কিছুদিন ধরে মোবাইলে নিয়মিত ক্যাসিনো গেম খেলতেন। এতে পরিবারে অশান্তি লেগেই থাকত।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক বাইজিদ নেওয়াজ জানান, মোবাইল গেম নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন