আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১২:০৩ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

এখনো খোঁজ মেলেনি অপহৃত সেই ৫ শিক্ষার্থীর

অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীর সন্ধান মেলেনি পাঁচ দিনেও। তাদের উদ্ধারে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন যৌথ বাহিনীর সদস্যরা। অন্তত তিনটি স্থানে অভিযান চালিয়েও তাদের উদ্ধার করা যায়নি।

গত বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহরণের শিকার হয়।

অপহৃতরা হলেন- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি চবি শাখার সদস্য রিশন চাকমা ও তার চার বন্ধু বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো ও চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অপহরণের শিকার পাঁচ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে রয়েছেন বান্দরবানের আলিকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে সীমান্ত এলাকার এতিম লংঙি ম্রো। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। লংঙি ম্রোর বাড়ি বান্দরবান জেলার আলিকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রেংপুং ম্রো কারবারি নিয়াদুই পাড়া, যা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী একটি দুর্গম এলাকা।

কুরুকপাতা ইউপির ৯ ওয়ার্ডের সদস্য সাংক্লুত ম্রো জানান, তারা দুই ভাই ও দুই বোনের মধ্যে লংঙি চতুর্থ সন্তান। তার বাবা গত বছর অসুখে মারা যান, ফলে তিনি এতিম। বড় ভাই লেখাপড়া না করে সংসারের হাল ধরতে জুমচাষ করে এবং ছোট ভাই লংঙিকে চিটাগাং পড়াশোনা করাচ্ছেন।

কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, এলাকাটি খুবই দুর্গম অঞ্চলে। আলিকদম থেকে বাইকযোগে এক ঘণ্টায় পোয়ামুহুরীতে যেতে হবে , সেখান থেকে প্রায় ৫ ঘণ্টা হেঁটে গিয়ে রেংপুং ম্রো কারবারি নিয়াদুই পাড়া পৌঁছাতে হয়। যেটা বর্তমান বড় আগলা পাড়া নামে পরিচিত। লংঙি ম্রোর অপহরণের খবর আমি তার মা ও ভাইকে জানিয়েছি। আমরা ম্রো সম্প্রদায়ের লোকজন খুবই চিন্তিত। প্রশাসনের কাছে আমাদের দাবি লংঙিকে মুক্তি দেওয়া হোক।

আলীকদম ম্রো ইয়ুথ অরগানাইজেশনের সভাপতি সেথং ম্রো জানায়, তার বাবা মারা গেছে। মা মৃত্যুশয্যায়। সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একটা দাবি লংঙি ম্রোকে সুষ্ঠুভাবে ফিরে আনে, সে যেন ভার্সিটি ফিরে সুষ্ঠু সুন্দরভাবে পড়াশোনা করে ওইটাই আমরা চাই।

অভিযান সংশ্লিষ্টরা বলছেন, অপহরণকারীরা ক্রমাগত জায়গা পরিবর্তন করছে, যে কারণে অপহৃতদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে। তবে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, বিজিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা বেশ কয়েকটি জায়গায় একযোগে অভিযান চালাচ্ছেন। অপহৃতদের উদ্ধারের ব্যাপারে তারা আশাবাদী।

জানা গেছে, এই পাঁচ শিক্ষার্থী বিজু উৎসব উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে গিয়েছিলেন। উৎসব শেষে ১৫ এপ্রিল তারা চট্টগ্রামে ফেরার উদ্দেশ্যে খাগড়াছড়ি সদরে যান। তবে চট্টগ্রামগামী বাসের টিকিট না পাওয়ায় তারা সেদিন খাগড়াছড়ি শহর থেকে কিছু দূরে কুকিছড়া নামক জায়গায় রাতযাপন করেন। পরদিন বুধবার সকালে কুকিছড়া থেকে টমটম গাড়িতে চড়ে খাগড়াছড়ি সদরে ফেরার পথে গিরিফুল নামক স্থানে তারা অপহরণকারীদের কবলে পড়েন। টমটম গাড়ির চালকসহ পাঁচ শিক্ষার্থীকে সেখান থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে টমটম চালককে ছেড়ে দিলেও শিক্ষার্থীদের ছাড়েনি অপহরণকারীরা।

খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল বলেন, অপহৃত পাঁচজনকে উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। জেলা সদরের মধুপুর, পানখাইয়া পাড়া, চাবাই সড়ক নোয়াপাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়েছে। আরও কিছু জায়গায় অভিযান চলছে। যৌথ বাহিনীর অভিযানের পাশাপাশি বিভিন্ন সড়কে চেকপোস্ট পরিচালিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগদা থানার ০৬নং ওয়ার্ডে ছাত্রদলের কর্মিসভা

দুদকের অনাপত্তিপত্র ছাড়াই থার্ড টার্মিনালের পিডি নিয়োগ

সাফল্যের ৭ বছরে দেশের শীর্ষস্থানীয় বিউটি ই-কমার্স ‘চারদিকে’

সিরাজগঞ্জে ট্রিপল মার্ডারের আসামি রাজীবের মৃত্যুদণ্ড

মহিলা পরিষদের বিবৃতি / নারীকে আজ আর ঘরেও নিরাপদ রাখা যাচ্ছে না

প্রকল্পের কাজ ঠিকাদার নয়, বাংলাদেশ বান্ধব হতে হবে : দুদক চেয়ারম্যান

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এলজির উদ্যোগে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৫’

ওয়্যারড্রবে গুলি ও অস্ত্র রেখে দেন ইফতি, অতঃপর...

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর

১০

জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্চুর

১১

খেলাফত মজলিস-এনসিপির সংলাপ, ৮ দফা ঐকমত্য

১২

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময় বাড়ল

১৩

৩০ হাজার তরুণকে নিয়োগ দিল ফিলিস্তিন যোদ্ধারা

১৪

ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে প্রিন্সের শুভেচ্ছা বিনিময় 

১৫

বেঁচে থাকার লড়াইয়ে কচ্ছপ খাচ্ছে গাজাবাসী

১৬

আসছে ইমন-দীঘির ‘দেনাপাওনা’

১৭

জিয়া মঞ্চের সভাপতি হওয়া সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

১৮

কোনো সরকার বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে পারেনি : এবি পার্টি

১৯

পূর্ব জেরুজালেমে খ্রিস্টানদের সঙ্গে যা করল ইসরায়েলি পুলিশ

২০
X