জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মুহাম্মদ গোলাম পরওয়ার বলেছেন, ১৮টি বছর। আমরা একটি কালো যুগ পার করেছি। অন্যায়ভাবে এদেশের লাখ লাখ মানুষকে কারারুদ্ধ করা হয়েছে। এদের হাতে গণতন্ত্র ছিল না। মানুষের ভোটাধিকার ছিল না। জুডিশিয়ারি, প্রশাসন, মানুষের জীবনের নিরাপত্তা, সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার সব কিছুকে তারা হরণ করেছিল।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজার মাঠে জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক মিয়া মুহাম্মদ গোলাম পরওয়ার বলেন, নির্বাচনকে গ্রহণ করার জন্য রাষ্ট্রের অর্গানগুলোর ন্যূনতম সংস্কার করতে হবে। আওয়ামী লীগের দোসররা প্রশাসনে যারা ঘাপটি মেরে আছে তাদের সাফ করে জুনের মধ্যে নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগের দোসরদের বিচার করতে হবে। সংস্কার, বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি পূরণ করে নির্বাচন দিতে হবে।
স্বপ্নের বাংলাদেশের ধারণা দিতে গিয়ে তিনি আরও বলেন, সুবিচার থাকবে। জুডিশিয়াল কিলিং হবে না। সকলের শিক্ষা, বাসস্থানের নিশ্চয়তা থাকবে। সকলকে সুযোগ দিতে হবে, না হলে বেকারদের ভাতা দিতে হবে। নারীদের অধিকার, সুশাসন, ট্রান্সপারেন্সির আদলে যে দেশ হবে সেটাই স্বপ্নের বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই।
সংবিধানের বিষয়ে বলতে গিয়ে জামায়াতের এ নেতা বলেন, ’৭২-এর যে সংবিধান তা কর্তৃত্ববাদী সংবিধান। এ সংবিধান আমরা পরিবর্তন করে দেব। কোরআন-হাদিসের ভিত্তিতে ইসলামের আলোকে ১৮ কোটি মানুষের মানচিত্রের বাংলাকে আমরা নতুন করে সাজাতে চাই। আগামী জাতীয় নির্বাচনে নতুন বাংলাদেশের পক্ষে ভোট দিবে।
পার্বত্য জেলার ভূখণ্ডের বিষয়ে বলতে গিয়ে গোলাম পরওয়ার বলেন, মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ সংগ্রাম সাহসিকতার মধ্যে দিয়ে আমরা স্বাধীন সীমানা অর্জন করেছি। কিন্তু একটি আন্তর্জাতিক গোষ্ঠী পার্বত্যবাসীকে বিভক্ত করে আমাদের এ ভূখণ্ডকে আলাদা করতে চায়। সেই ষড়যন্ত্র বাংলার মানুষ কখনো পূরণ হতে দেবে না। পাহাড়ে যে খুন গুম অপহরণ চলছে সে ব্যাপারে প্রশাসনকে কঠোর হতে হবে। আর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে এ অশান্তি দূর করে শান্তির সুবাতাস প্রতিষ্ঠা করবে।
বান্দরবান জেলা জামায়াতের আমির এসএম আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।
চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মাওলানা মোস্তফিজুর রহমান, চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক নুরুল আমিন, কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ নুর আহম্মদ আনোয়ারী, খাগড়াছড়ি পার্বত্য জেলার আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার আমির অধ্যাপক আব্দুল আলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দীন সিকদার, বান্দরবান পার্বত্য জেলার নায়েবে আমির ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম।
মন্তব্য করুন