ঢাকার উপকণ্ঠের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতালের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শ্রমজীবী ও মেহনতি জনতা।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাইপাইল মোড়ে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন কর্মসূচি। আশুলিয়ার বিভিন্ন এলাকার গার্মেন্টস শ্রমিক, স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের শত শত নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আশুলিয়ায় লক্ষাধিক শ্রমিক কাজ করেন। কিন্তু স্বাস্থ্যসেবার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। একটি সরকারি হাসপাতাল আমাদের মৌলিক চাহিদা ও ন্যায্য দাবি।
তারা আরও দাবি জানান, আশুলিয়া শিল্পাঞ্চলে একটি ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক সরকারি হাসপাতাল স্থাপন করতে হবে, যেখানে থাকবে বার্ন ইউনিটসহ সব ধরনের বিশেষায়িত চিকিৎসাসেবা।
বক্তারা বলেন, যদি সরাসরি সরকারি উদ্যোগে হাসপাতাল নির্মাণ সম্ভব না হয়, তবে চীনের প্রস্তাবিত তিনটি হাসপাতালের মধ্যে অন্তত একটি যেন আশুলিয়ায় স্থাপন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, শ্রমিক নেতা খাইরুল আলম মিন্টু, শাহ্-আলম, বাচ্চু মিয়া, আল-মামুন, আশিক, বকুল, জুলহাসসহ আরও অনেকে।
মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়, দ্রুত সময়ের মধ্যে এ দাবির বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
মন্তব্য করুন