নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে না পেয়ে এসএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে গ্রেপ্তারের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের ভুলতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এসএসসি পরীক্ষার্থী সাকিব ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রায়হানের ছোট ভাই।
ভুক্তভোগীর বাবা মনজুর হোসেন বলেন, গত বুধবার রাতে আমার বড় ছেলে রায়হানকে না পেয়ে এসএসসি পরীক্ষার্থী ছোট ছেলে সাকিবকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে যায়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী হিসেবে একটি মামলা দিয়ে আদালতে পাঠায়। অথচ আমার ছেলে সাকিব কোনো প্রকার রাজনীতি করে না। এভাবে ছেলেটার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে এটা মেনে নিতে পারছি না।
ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রায়হান বলেন, দেখেন অপরাধ করলে আমি করেছি আমার পরিবার করেনি। গত বুধবার রাতে আমার বাসায় পুলিশ আমাকে খুঁজতে যায়। আমাকে বাসায় না পেয়ে পুলিশ আমার ছোট ভাই সাকিবকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সে চলমান এসএসসি পরীক্ষায় পরীক্ষা দিচ্ছে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছে বলে একটি মামলা দিয়ে আদালতে পাঠায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, গ্রেপ্তার সাকিবের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলা চালিয়েছে বলে একটি মামলা রয়েছে। তাছাড়া তারা রূপগঞ্জকে ফের উত্তপ্ত করতে নানামুখী গোপন বৈঠক করছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসএসসি পরীক্ষার্থী কি না আমার জানা নেই। গ্রেপ্তার সাকিবকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন