দিনাজপুরের ফুলবাড়ীতে তিন দিনের ব্যবধানে উপজেলার হাটবাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৩ থেকে ২৫ টাকা। প্রকারভেদে ২৩ থেকে ২৫ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫০ টাকা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতা সাধারণ।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ফুলবাড়ী পেঁয়াজের বাজার ঘুরে জানা যায়, তিন দিন আগে বাজারে যে পেঁয়াজ প্রকার ভেদে বিক্রি হয়েছে ২৩ থেকে ২৫ টাকা কেজি দরে, সেই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫০ টাকা কেজি দরে।
পৌর বাজারে পেঁয়াজ কিনতে আসা রিকশাচালক আফজাল হোসেন বলেন, কয়দিন আগেও ভালো মানের পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে কিনেছি। এখন সেই পেঁয়াজ কিনতে হচ্ছে ৫০ টাকা কেজিতে। এভাবে দাম বাড়লে কেমন করে চলব।
আরেক ক্রেতা শহিদুল ইসলাম বলেন, রমজান মাসে পেঁয়াজের চাপ থাকলেও সে সময় দাম বাড়েনি। কিন্তু এখন কী এমন চাপ বাড়ল যে হঠাৎ করে কেজিতে ২৩ থেকে ২৫ টাকা বেড়ে গেল। প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করলে ব্যবসায়ীরা কারসাজি করতে ভয় পাবে।
পৌর বাজারের খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, পাবনা, ফরিদপুর ও নাটোরে পেঁয়াজের উৎপাদনসহ মোকামে পেঁয়াজের আমদানি পর্যাপ্ত রয়েছে। কিন্তু এলাকার পাইকারি ব্যবসায়ীরা পেঁয়াজের মজুত শুরু করায় হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেছে। এতে ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ফুলবাড়ী বাজারের পাইকারি ব্যবসায়ী মিহির প্রামাণিক ও সামসুল ইসলাম জানান, মোকামে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের সঙ্গে তারাও বিপাকে পড়েছেন। মোকামে বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করায় বর্তমানে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে বলেই সামান্য কিছু লাভ ধরে খুচরা বাজারে বিক্রি করতে হচ্ছে। এজন্য পেঁয়াজের দাম বেড়েছে। তবে মোকামে পেঁয়াজের দাম নেমে আসলে স্থানীয় বাজারেও দাম কমে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের মাধ্যমে পেঁয়াজের মূল্য বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হবে।
মন্তব্য করুন