সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

উল্লাপাড়া মডেল থানা। ছবি : কালবেলা
উল্লাপাড়া মডেল থানা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে থানার প্রধান ফটকের সামনে বিএনপি নেতা আজাদ হোসেনকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উল্লাপাড়া পৌর এলাকার থানার মোড়ে এ ঘটনা ঘটে। আহত আজাদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আজাদ হোসেন উপজেলা মসজিদে জুমার নামাজ শেষে থানার প্রধান ফটকের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় উল্লাপাড়া পৌর জামায়াতের সদস্য হাফিজুরের নেতৃত্বে কয়েকজন অতর্কিত তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

উল্লাপাড়া থানার এসআই আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। তারা মাথা কেটে জখম হয়েছে। এ ঘটনার প্রতিবাদে থানার সামনে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলও করেছেন।

উল্লাপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, জামায়াত নেতারা পৌর বাস টার্মিনাল থেকে টোল আদায় করে। তারা বৃহস্পতিবার টার্মিনালের মালিক সমিতির দখল নিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলে। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাদের সরিয়ে দিই। এ ঘটনার জেরে আজ দুপুরে জামায়াত নেতা হাফিজুর, রাশেদ ও আল-আমিনসহ বেশ কয়েকজন আজাদের ওপর অতর্কিত হামলা চালায়। হাফিজুর তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, হাফিজুরের সঙ্গে বিএনপি নেতা আজাদের ব্যক্তিগত দ্বন্দ্ব। জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক বিষয় নিয়ে এ ঘটনা ঘটেনি। তবে এ ঘটনার জেরে আমার ভাই কৃষি ব্যাংকে কর্মরত গোলাম মোস্তফাকে বিএনপি নেতাকর্মীরা ধরে থানায় নিয়ে গেছে।

সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর বলেন, জুমার নামাজ শেষে আজাদ হোসেন তার কয়েকজন লোকের সঙ্গে থানার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। ওই সময় তার পাশেই দাঁড়িয়ে ছিল ৪/৫ জন ছেলে। এ সময় কালো পাঞ্জাবি ও মাথায় টুপি পরা একটা ছেলে হঠাৎ আজাদ হোসেনকে ঘুষি মারে। নিজেকে রক্ষার্থে তিনি যখন দৌড় দেন, তখন হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হয়। যে আঘাত করেছে আমরা তার পরিচয় জানতে পেরেছি। তাকে আটকের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা 

দুই আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২৫

পাকিস্তানের বিপক্ষেও হার, বিশ্বকাপ স্বপ্নের অপেক্ষায় জ্যোতিরা

জবি কেন্দ্রে রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দুই শিশুকে বঁটি দিয়ে হত্যা করেছেন মা : পুলিশ

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

এনসিপির নতুন সাংগঠনিক নীতিমালা, আহ্বায়কের বয়স নির্ধারণ

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, অতঃপর...

শান্তর কণ্ঠে নতুন কিছু দেখানোর বার্তা

শুধু মুসলিম বিশ্বের ঐক্যে গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় : হুমায়ুন কবির

১০

‘আ.লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে!’

১১

রানাকে শান্তর পরামর্শ: ‘১৪০ কিলোমিটার গতির নিচে যেন না নামে’

১২

নির্বাচনের আগে সরকারের কাছে দুটি কাজ দেখতে চায় এনসিপি

১৩

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়ার পদত্যাগ 

১৪

১৩টি পত্রিকার প্রকাশক ও সম্পাদককে শোকজ

১৫

রোববার সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা

১৬

শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের

১৭

চুক্তিভিত্তিক নিয়োগসহ ৫ দফা দাবি বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য পরিষদের

১৮

কুবিতে ‘সি’ ইউনিটের ভুল প্রশ্ন, আহ্বায়ককে অব্যাহতি

১৯

১২ ঘণ্টার ব্যবধানে পাওয়া গেল স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

২০
X