বৃষ্টির পানিতে ভেসে যাওয়া মাটি আটকানোকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৬৫)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপর আড়াইটার দিকে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের গুংশীগ গ্রামের আমিন উদ্দিন মিজির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই বাড়ির মৃত সেরাজুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে ওই এলাকার ফজলুল হক গংদের সঙ্গে নিহত আবুল কাশেমের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি হওয়ার সময় আবুল কাশেম তার নিজ জায়গায় মাটি আটকানোর জন্য প্লাস্টিক দেয়। ফজলুল হকের স্ত্রী সেলিনা এসে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ফজলুল হকের মেয়ে আলো লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আবুল কাশেম মারা যান। স্থানীয়রা উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বজরাতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ি থানার ওসি মোরশেদ আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারসহ সোনাইমুড়ি থানায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন