টাঙ্গাইলের মির্জাপুরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোজাম্মেল হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে ফেনী জেলার লালপুল এলাকা হতে গ্রেপ্তার করেন র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।
আসামি রংপুর জেলার মিঠাপুকুর থানার তেঁতুলিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. মোজাম্মেল হোসেন (৩২) ফেনী মডেল থানাধীন লালপুল এলাকায় অবস্থান করছে। সেই তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে র্যাব-৭ এবং র্যাব-১৪ এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। সে গ্রেপ্তার এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
বিষয়টি নিশ্চিত করে ফেনী র্যাব ক্যাম্পের অধিনায়ক রবিউল হাছান সরকার কালবেলাকে জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন