সিরাজগঞ্জের তাড়াশে তিন শিক্ষার্থী নিখোঁজের খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলার সগুনা ইউনিয়নের কুশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো-উপজেলার কুশাবাড়ি গ্রামের কৃষক মো. ইউসুফ আলীর ছেলে মো. আতিক হোসেন (১১)। সে কুশাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। একই গ্রামের মো. আলামিন হোসেনের ছেলে মো. আকাশ হোসেন (১২) ও ওই গ্রামের মৃত সাদেক আলীর ছেলে মো. ইয়ামিন (১২)। দুজনই স্থানীয় সবুজপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ মো. আতিক হোসেনের মা আকলিমা খাতুন কান্না জড়িত কণ্ঠে জানান, বুধবার রাতে খাওয়ার পর ছেলে আতিক ভোরে মক্তবে যাওয়ার জন্য আমাকে ঘুম থেকে জাগাতে বলে। আমি ভোরে ছেলেকে ঘুম থেকে জাগিয়ে দেই। এ সময় আতিক বাড়ির বাইরে চলে যায়। বেলা ১১টা পর্যন্ত সকালের খাবার খেতে না আসলে তাকে খোঁজাখুঁজি করতে থাকি। পরে দুপুর দিকে জানতে পারি গ্রামের মো. আলামিন হোসেনের ছেলে মো. আকাশ হোসেন ও মৃত সাদেক আলীর ছেলে মো. ইয়ামিনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
তখন পরিবারের অভিভাবকরা নিখোঁজ তিন শিক্ষার্থীর বিদ্যালয়, আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর করেও তাদের হদিস পাননি।
তবে গ্রামের প্রত্যক্ষদর্শী কয়েক নারী জানায়, ভোরে নিখোঁজ ওই তিন শিক্ষার্থী একসঙ্গে গ্রাম ছেড়ে দক্ষিণ দিকে চলে যেতে দেখেছেন।
তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান রাত ১টার দিকে জানান, রাতে এ ধরনের একটি খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। বিষয়টি জেনে পরে বিস্তারিত জানানো হবে। নিখোঁজ তিনজনের সন্ধানে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন