রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের নিচে পেঁয়াজ চাষির আত্মহত্যা, জানা গেল আসল ঘটনা

ট্রেনের নিচে কাটা পড়া নিথর দেহ। ভিডিও থেকে নেওয়া ছবি
ট্রেনের নিচে কাটা পড়া নিথর দেহ। ভিডিও থেকে নেওয়া ছবি

রাজশাহীর বাঘায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই বৃদ্ধ মীর রুহুল আমিনের (৬০) মৃত্যু নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিস ইনফরমেশন’ বা অসত্য তথ্য ছড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ায় বৃদ্ধের আত্মহত্যার প্রকৃত ঘটনাই চাপা পড়েছে।

পরিবারের দাবি ‘তিনি মানসিক প্রতিবন্ধী ও জেদি মানুষ ছিলেন। তার মনে যা চায় তাই করতেন। কারও কথা শুনতেন না। তবে তিনি দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় ভুগছিলেন। পরিবারের ধারণা, অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।’

এর আগে গত সোমবার (১৪ এপ্রিল) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি রেলস্টেশনে ট্রেন আসামাত্রই লাইনে শুয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। তিনি পেশায় পেঁয়াজচাষি ছিলেন।

জানা যায়, মীর রুহুল আমিনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মাঝপাড়া বাউসা গ্রামে। আড়ানি রেলস্টেশনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন আসামাত্রই লাইনে শুয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। এ সময় কয়েকজন তরুণ টিকটক করছিলেন। তাদের ক্যামেরায় ধরা পড়ে বৃদ্ধের আত্মহত্যার দৃশ্য। এতে দেখা যায়, স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। আরেকটি ট্রেন স্টেশনে ঢুকছে। ট্রেন কাছে আসামাত্রই মীর রুহুল আমিন লাইনের ওপরে শুয়ে পড়েন। ট্রেনের চাকা তার দেহকে দুই ভাগ করে দিয়ে যায়।

আর সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে নেটিজেনরাও বিভিন্ন মন্তব্য করেন। ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট বিশ্লেষণ করে দেখা যায়, নিহতের পরিবারের সদস্যদের নিয়ে মন্তব্য করে অনেকে নেতিবাচক পোস্ট দেন।

এ নিয়ে ফেসবুকে একজন লিখেছেন, ‘ওই বৃদ্ধের স্ত্রী আট মাস আগে মারা যান। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন বাবাকে রাখার পর আর রাখতে চাননি। এ নিয়ে অনেক ঝগড়া। এমনও রাত গেছে, বৃদ্ধ সারা রাত উঠানে ছিল, ছেলেরা দরজা খোলেনি। মৃত্যুর দিন সকালে দুই ছেলের বউয়ের সঙ্গে খুব ঝগড়া হয় এবং তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে ছেলেরা তার জিনিসপত্র উঠানে ফেলে দেন। এরপর স্টেশনে ভোর থেকে বসেছিল। কিছু খাননি দুপুর পর্যন্ত। এরপর আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।’

এদিকে কিন্তু মীর রুহুল আমিনের বাড়িতে গিয়ে চোখে পড়ে ভিন্ন চিত্র। তার স্ত্রী মরিয়ম বেঁচে আছেন। ফেসবুকে নিজের মারা যাওয়ার খবর দেখে তিনিও হতভম্ব। ফেসবুকে বলা হচ্ছে, তার দুই ছেলে ও দুই মেয়ে। বাস্তবে তাদের দুটি সন্তান, এক ছেলে ও এক মেয়ে। মেয়ের ২০-২২ বছর আগে বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি ঈশ্বরদীতে। ছেলে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে স্বল্প বেতনের চাকরি করেন, থাকেন সেখানেই। পরিবারের সদস্যদের সঙ্গে মীর রুহুল আমিনের খুবই ভালো সম্পর্ক। গ্রামের বাড়িতে শুধু মা-বাবা থাকেন। ফেসবুকের এই কল্প-কাহিনি দেখে পরিবারের সদস্যরা বিব্রত।

পিতার মৃত্যুর বিষয় নিয়ে বুধবার দুপুরে কথা হয় তার ছেলে মীর মশিউর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘আমার বাবা মানসিক প্রতিবন্ধী ছিলেন। একটা জেদি মানুষ ছিলেন। ছোট বেলা থেকে দেখে আসছি, তিনি কারও কথা শোনেন না। মনে যা চাই সেটা করতেন। ঘটনার দিন বাবা আড়ানি স্টেশন বাজারে গিয়েছিলেন পরিবারের নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে। তার মধ্যে তিনি পেঁয়াজ ঢেকে রাখার জন্য পলিথিনও কিনেছেন।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘বাবার মৃত্যু নিয়ে অনেকেই বিভিন্ন লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে বাবাকে না খেতে দিয়ে ছেলের বৌদের দ্বারা নির্যাতন, মেয়ে-বাবাকে দেখেন না ইত্যাদি। আসলে প্রকৃত ঘটনা হচ্ছে, বাবা-মার আমরা দুই সন্তান। বড় বোন মৌসুমি আক্তারের ২০ বছর আগে বিয়ে হয়েছে পাবনার ঈশ্বরদীতে। বোন শ্বশুর বাড়িতে থাকেন। আর আমি চাকরির সুবাদে স্ত্রী নিয়ে ঢাকায় থাকি। শুধু বাবা-মা থাকতেন বাড়িতে।’ তবে মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব না ছড়িয়ে প্রকৃত ঘটনা তুলে ধরার দাবিও জানান তিনি।

তবে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় তিনটি বেসরকারি সংস্থা থেকে যথাক্রমে ৫০ হাজার, ৬৪ হাজার ও ৮০ হাজার টাকা ঋণ করেছিলেন মীর রুহুল আমিন। প্রতি সপ্তাহে তাকে ৪ হাজার ৪৫০ টাকা করে কিস্তি পরিশোধ করতে হতো। সেই কিস্তির এখনো ৯৯ হাজার ২৯০ টাকা ঋণ অবশিষ্ট রয়েছে।

মীর রুহুল আমিনের ভাতিজা মীর মোফাক্কর হোসেন বলেন, জমি বর্গা নিয়ে ১ বিঘা ৫ কাঠা জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন চাচা। এ জন্য ঋণ করেছিলেন। ওই ঋণের কিস্তি চালানোর জন্য স্থানীয় আড়তদার ও মহাজনের কাছ থেকেও হয়ত ঋণ করেছিলেন। পেঁয়াজের দাম কম। তাই ঋণ শোধ করার দুশ্চিন্তায় তিনি আত্মহত্যা করতে পারেন ধারণা করছি।

স্থানীয় স্কুল শিক্ষক এনামুল হক বলেন, রুহুল আমিন একজন সহজ সরল মানুষ ছিলেন। কম কথা বলতেন। একটা জেদি মানুষ ছিলেন। তার মৃত্যু নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা কথা রটিয়েছে। এটা ঠিক করেননি। প্রকৃত ঘটনা জানতে হবে। তারপরে না হয় লিখলো। এসব কারণে পরিবারের সম্মান নষ্ট হয়।

বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ আলী মলিন বলেন, রুহুল আমিন এলাকায় সভ্রান্ত পরিবারের সন্তান। তারা পারিবারিকভাবে ভালো মানুষ। তার এক ছেলে এক মেয়ে। বিয়ের পরে মেয়ে শ্বশুর বাড়িতে থাকেন। এছাড়া ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। জানামতে, সন্তানরা তার মা-বাবাকে দেখেন। এই দিক থেকে কোনো সমস্যা নেই। আমার জানামতে, দীর্ঘদিন থেকে তিনি কোমর ও পায়ের ব্যথায় ভুগছিলেন। যেহেতু বয়স হয়েছে শারীরিক নানা জটিলতা দেখা দেওয়া স্বাভাবিক। তবে তিনি মানসিকভাবে বুদ্ধিতে কম। যাকে বলে প্রতিবন্ধী।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান কালবেলাকে বলেন, পারিবারিকভাবে জানা গেছে তিনি কিছু ঋণ নিয়ে পেঁয়াজের আবাদ করেছিলেন। শুনেছি পেঁয়াজে আশানুরূপ ফলন হয়নি। পেঁয়াজে লোকসান হবে দুশ্চিন্তায় ছিলেন তিনি। এছাড়া শারীরিকভাবে অসুস্থ। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে কী বলছে ডিএমপি

ছবির সেই অফিসটি কার জানালেন হান্নান মাসউদ

শতবর্ষী চুন মেলা ঘিরে জঙ্গলের পথে ঢল 

দিল্লিতে ভবন ধসে নিহত ৪, চাপা আছে অনেকে

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

পেঁয়াজের দাম দ্বিগুণ, সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত!

১৪ ঘণ্টা পর ভেসে উঠল সেই শিশুর মরদেহ

কুমিল্লায় বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি সমাবেশ, জনমনে আতঙ্ক

আরএসএস প্রচারকরা বিয়ে না করে থাকেন কেন?

নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ মিলল রেললাইনের পাশে

১০

ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রবৃষ্টির শঙ্কা

১১

১৩ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নালায় পড়ে নিখোঁজ শিশুটি

১২

অপবাদ সইতে না পেরে শরীরে আগুন, ৫ দিন পর যুবকের মৃত্যু

১৩

বাণিজ্যযুদ্ধ / চীন নাকি ট্রাম্প, কে কাকে বেশি চাপে রাখছে

১৪

দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ

১৬

পাকিস্তানজুড়ে কেএফসিতে হামলা, গ্রেপ্তার ১৭৮

১৭

‘পার্বত্য মন্ত্রণালয়গুলো প্রকৌশল বেইসড হয়ে গেছে, পরিবর্তন আনা হবে’

১৮

সীমান্তে ১২ কেজি রুপার গয়না ফেলে ভারতে পালাল পাচারকারী

১৯

ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক আজ

২০
X