মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পর্যটন নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার আধুনিক, আকর্ষণীয় ও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কক্সবাজারে জাইকার সহায়তায় বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার আধুনিকায়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন, নির্মাণকাজ শেষ হলে এটিই হবে কক্সবাজার জেলার একমাত্র স্বাস্থ্যসম্মত ও নিরাপদ মৎস্য অবতরণ কেন্দ্র।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিএফডিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত স্যাইদা শিনিচি, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুর রউফ, জাইকা প্রধান ইচিগুচি টামোহাইদ, অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তর ও জাইকার কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, ফিশিং বোট মালিক সমিতির নেতারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সামুদ্রিক মাছ স্বাস্থ্যসম্মত উপায়ে অবতরণ, অবতরণ পরবর্তী অপচয় হ্রাসকরণ, মৎস্য বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের সহযোগিতা জোরদার করণে জেলার বাঁকখালী নদীর পশ্চিম তীরে ৩ দশমিক ৭০ একর জমিতে স্থাপিত করা হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারী মৎস্য বাজার। ২৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৭ সালের ৩১ ডিসেম্বরে।
মন্তব্য করুন