চট্টগ্রামের পতেঙ্গায় ডাটা ওয়েল নামে একটি কার্টন ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় আগুন লাগার খবর পাই। পরে সিইপিজেট ও কেইপিজেট ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এক ঘণ্টায় তা নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি, পরে বিষয়টি জানানো হবে।
মন্তব্য করুন