নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে ইব্রাহিম হোসেন (৪৫) নামে এক কৃষক মারা গেছেন। বুধবার (১৬ এপ্রিল) বেলা দেড়টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কৃষক ইব্রাহিম ওই এলাকার মৃত আব্দুল মোতালিবের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির শুরু হওয়ার আগে ইব্রাহিম বাড়ির পাশে ফসলী মাঠ থেকে ধান কাটতে যায়। ধান কাটার সময় বৃষ্টিসহ বজ্রপাত ঘটে। বজ্রপাতের শব্দে ইব্রাহিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই শাহিন জানান, দুপুরে বৃষ্টির পূর্বে সময় ইব্রাহিম ধান কাটতে গিয়েছিল। তখন বিকট শব্দে বজ্রপাত হলে ইব্রাহিম অচেতন হয়ে পড়ে। দ্রুত তাকে আমরা হাসপাতাল নিয়ে যাই। পরে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন