তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
বুধবার (১৬ এপ্রিল) সকালে সাভার প্রেস ক্লাব মিলনায়তনে স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
ডা. সালাউদ্দিন বাবু বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের উচিত গুজব ও অসত্য তথ্য পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। এতে সমাজ উপকৃত হবে, গণতন্ত্র হবে শক্তিশালী।’
অনুষ্ঠানে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম জনগণের শান্তি ও মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে মাই টিভির সাভার প্রতিনিধি আসাদুজ্জামান খাইরুল ও সাংবাদিক তোফায়েল হোসেন তোফা সানির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভি, সাভার নাগরিক ফোরামের সভাপতি নাজমুস সাকিব, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, কালবেলা ও এখন টেলিভিশনের সাভার প্রতিনিধি হুমায়ুন কবির, দেশ টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমন প্রমুখ।
মন্তব্য করুন