নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকল হওয়া একটি ট্রাক উদ্ধারের সময় আরেক ট্রাকের ধাক্কায় দুই চালক নিহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) ভোরে সদর উপজেলার উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিক দুর্ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার মো. সুলতান ঢালী (৫০) ও একই জেলার ফজলু মাদবরের ছেলে মো. সুমন মিয়া (৪৪)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল এলাকায় রিনালয় সিএনজি পাম্পের সামনে চট্টগ্রামগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় ট্রাকটি উদ্ধার করার জন্য আরেকটি বড় লরি ট্রাকের সাহায্যে চেইন দিয়ে বাঁধার সময় চট্টগ্রামগামী আলুবাহী অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক নিহত হন।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিক বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নিহত দুই ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একজন ট্রাক চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন