রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ, ট্রেনের সিডিউল বিপর্যয়

ছয় দফা দাবি দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীতেও সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
ছয় দফা দাবি দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীতেও সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

ছয় দফা দাবি দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীতেও সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন সড়ক ও রেলপথের যাত্রীরা। এতে ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা অবরোধ শেষে দিনের কর্মসূচি স্থগিত করেন তারা।

রাজশাহীতে ছয় দফা দাবিতে ৩টি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবলোধ করেছে। বুধবার দ্বিতীয় দিনের মতো তারা বেলা ১২টার দিকে নগরের ভদ্রা মোড় এলাকায় অবস্থান নেয়। এতে তিন দিকের রাস্তায় যানজট সৃষ্টি হয়। এদিকে সাড়ে তিন ঘণ্টা রেলপথ অবরোধের কারণে ট্রেনেরও সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের রেলপথ অবরোধ করার কিছুটা সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। দুপুর ২টার বরেন্দ্র এক্সপ্রেস বিকেল ৪টায় রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। আর বিকেল ৩টার কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টায় ছেড়ে গেছে। এ ছাড়া ৪টার ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস বিকাল ৫টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বাকি ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হন শিক্ষার্থীরা। পরে তারা নগরের রেলগেট এলাকায় অবস্থান নেয়। এরপর ১২টার দিকে মিছিল নিয়ে তারা নগরের ভদ্রা মোড় এলাকায় তিন গুরুত্বপূর্ণ রাস্তার মোড় দখলে নেয়। পাশে থাকা রেলপথেও তারা অবস্থান নেন।

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থী জুয়েল রানা বলেন, সারাদেশে এ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ করে। সাড়ে ৩টা পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি পালন করে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

প্রসঙ্গত, ছয় দফা দাবিতে তিনটি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবলোধ করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজশাহী পলিটেকনিক, মহিলা পলিটেকনিক ও সার্ভে ইন্সটিটিউটের শিক্ষার্থীর একই দাবিতে নগরের রেলগেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন। পরে সাড়ে ৩ ঘণ্টা পর সড়ক ও রেলপথ ছেড়ে দেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের পক্ষে চিকা মারার সময় ৩ জনকে পিটুনি

ক্যানসার বিশেষজ্ঞ হতে চান মেডিকেলে দেশসেরা শান্ত

আড়াইহাজারে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডটি এডিট করা

এজলাসে বিচারককে যা বললেন আনিস আলমগীর

আ.লীগ নেতা জেলে, ঝুলে আছে ১২৩ কোটি টাকার সেতু নির্মাণ

সোনারগাঁও ইউনিভার্সিটি / ভর্তি মেলায় থাকছে শতভাগ পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপ ও বিশেষ ছাড়

নরসিংদীতে তোপের মুখে পরী মণি

রাজনীতিক ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ

চবিতে ছাত্রশিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি অবস্থান ও স্লোগান

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলো হাদিকে

১০

গোয়ালঘরে কৃষকের গরু জবাই করে রেখে গেল দুর্বৃত্তরা

১১

নতুন গবেষণা ও পর্যবেক্ষণের ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করল ওয়াটারএইড বাংলাদেশ

১২

নার্ভাস ছিলাম, এখন এক্সাইটেড : সাবিলা নূর

১৩

চরের মাঝে দাঁড়িয়ে আছে ২০ লাখ টাকার সেতু, নেই সংযোগ সড়কও

১৪

শীতে ফেসপ্যাক ব্যবহারের সঠিক সময় কোনটা? জানুন বিশেষজ্ঞের পরামর্শ

১৫

ডিসেম্বরের ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ডলার

১৬

সুদানে বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত / ‘এখন সে চলে গেছে আমিও তো শেষ হয়ে গেছি’

১৭

পিএসএলের ধাক্কায় অনিশ্চয়তায় পাকিস্তানের বাংলাদেশ সফর

১৮

‘ওয়ানপ্লাস’ কারখানায় অভিযান, জরিমানা ১২ লাখ

১৯

খুলনায় প্রার্থীদের পোস্টার-ব্যানার, বিলবোর্ডের ছড়াছড়ি

২০
X