চট্টগ্রামে স্ত্রীকে খুনের ঘটনায় স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া পৃথক ধারায় উভয়কে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৬ এপ্রিল) সকালে চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনিরা এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন— ভোলার তজুমুদ্দিন থানার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের শাহজাহানের ছেলে মো. ফরহাদ (৩৩) এবং একই থানার পশ্চিম আড়ালিয়া গ্রামের মৃত হাশেম মিস্ত্রির ছেলে মো. সেলিম প্রকাশ মনির (৩৫)।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় পাঁচ বছর আগে জেসমিন বেগম নামে পোশাককর্মী স্ত্রীকে পাহাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। জেসমিনের বাড়ি ভোলার লালমোহন থানায়। রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আরও জানা যায়, ২০২০ সালের ২১ সেপ্টেম্বর কাজে গিয়ে বাসায় ফেরেননি তিনি। পরদিন জেসমিনের ছেলে ফোন করে তার মায়ের নিখোঁজের বিষয়টি জানায়। চট্টগ্রাম গিয়ে প্রথম দফায় খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি ঢাকায় চলে যান। পরে ১১ অক্টোবর ফের চট্টগ্রাম যান তিনি।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মামলায় ১০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ৩০২ ধারায় উভয়কে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ২০১ ধারায় প্রত্যেককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মন্তব্য করুন