সিলেট ও তাহিরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১২:২৫ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ মেডিকেল কলেজ

হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

দুই দফা দাবিতে সুনামগঞ্জ সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। বর্তমানে সুনামগঞ্জ-সিলেট সড়কের যানচলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকায় সড়কের দুইপাশে বাঁশের ব্যারিকেড দিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবারও একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

আন্দোলন চলাকালে ‘হাসপাতাল ছাড়া মেডিকেল চলেনা চলবে না’, ‘এ ব্যর্থতার দায় কার মেডিকেল না সরকার’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এদিকে অবরোধের ফলে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে শতাধিক যানবাহন আটকা পড়েছে। তবে পুলিশ প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ক্লাসে নেওয়ার চেষ্টা করছেন।

খবর পেয়ে প্রথমে থানা পুলিশ ও শান্তিগঞ্জ ইউএনও সুকান্ত সাহা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝাতে ব্যর্থ হয়। পরে জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহমদ ঘটনাস্থল আসেন এবং তাদের বুঝানোর চেষ্টা করেন। এসময় শিক্ষার্থীরা দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে যোগ দিয়েছে স্থানীয় জনতা।

জানা গেছে, সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, ট্রান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জাম ও অভাব থাকায় দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া জানান, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করছি। দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের যে দুই দফা দাবি সেটি দ্রুত বাস্তবায়ন করা হবে বলেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ডের চূড়ান্ত প্রতিবেদন জুনের মধ্যে : কমিশন

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশনা

টিউলিপকে ফেরাতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সহায়তা নেবে দুদক

প্রবাসীদের সুখবর দিলেন আসিফ নজরুল

পুলিশ সদস্যের থেকে ঘুষ নিলেন দুদক কর্মকর্তা, অতঃপর...

‘প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন সম্ভব নয়’

সেলিব্রিটিদের মাধ্যমে অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন বন্ধে রিট

গাজীপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

এবার চীনের ওপর ২৪৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের

রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ, ট্রেনের সিডিউল বিপর্যয়

১০

‘চুলও বাঁকা করতে পারবা না’ বলা সেই আশরাফুল রিমান্ডে

১১

সাবেক এমপি সুবিদ আলীর স্ত্রীর জমিসহ ১২ হিসাব অবরুদ্ধ 

১২

প্রধান উপদেষ্টার নাম ভাঙিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৩

ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

১৪

এনসিপি নির্বাচনে অংশ নেবে কি না, সেটা বিবেচনাধীন : নাহিদ

১৫

সাবেক এমপি ওমর ফারুক ও তার স্ত্রীর ৪ কোটি টাকা ফ্রিজ

১৬

চীনের দেওয়া হাসপাতাল ডিমলায় স্থাপনের দাবি নদীভাঙনকবলিত মানুষের

১৭

রাজউকের অভিযানে তিন ভবন নির্মাণ বন্ধ ও জরিমানা

১৮

ড. ইউনূসকে চিঠিতে যা বলেছে বিএনপি

১৯

উইসিএলের ফাইনাল মঞ্চে লিনকিন পার্ক

২০
X