ফরিদপুরের সদরপুর উপজেলায় পুকুরে ডুবে তাফসান ও লামিম নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর এলাকার সাহেদ খার ডঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলো- চর চাঁদপুর এলাকার মুকুল ফকিরের ছোট ছেলে তাফসান (৬) ও জামাল ফকিরের মেয়ে লামিম (১৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
তাদের চাচাতো ভাই আল-আমিন বলেন, দুপুরের দিকে তাফসান একা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। তাকে ডুবে যেতে দেখে লামিম উদ্ধার করতে গিয়ে নিজেও পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বিকেল ৪টার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চর বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন