মুন্সীগঞ্জের গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাদশা মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুদারকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক বাদশা মিয়া বালুয়াকান্দি ইউনিয়নের মুদারকান্দি গ্রামের মৃত. সুরুজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে খেলার সময় বাদশা শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে নিজে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্না শুরু করলে বাদশা মিয়া ছেড়ে দেয় এবং ঘরের দরজা খুলে শিশুটিকে ঘর থেকে বের করে দেয়। পরে শিশুটি তার পরিবারকে জানালে এলাকাবাসীর সহযোগিতায় আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ কালবেলাকে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য করুন