বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহের ধোবাউড়ায় এসএসসি ও সমমান পরীক্ষকেন্দ্রে পরীক্ষা সামগ্রী বিতরণ করেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত ধোবাউড়া বিন্দুবাসিনী গার্লস স্কুলের সামনে নিজ হাতে তিনি পরীক্ষার্থীদের মাঝে ফাইল, স্কেল, কলম, পেনসিল, শার্পনার, রাবার বিতরণ করেন এবং পরীক্ষার্থীদের সাফল্য ও শুভ কামনা করেন।
এসময় এমরান সালেহ প্রিন্স পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
এসময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশও উপস্থিত ছিলেন।
পরে তিনি ধোবাউড়া প্রেসক্লাবে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে মতবিনিময় করেন।
মন্তব্য করুন