মিয়ানমারে দীর্ঘদিন ধরে আটকে থাকা ২০ বাংলাদেশি নাগরিককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। তারা প্রায় দুই বছর ধরে মিয়ানমারে আটকে ছিলেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তারা হলেন- জুবায়েদ হোসেন জুয়েল, সরওয়ার কামাল, তারেক মনোওয়ার, নাজিম উদ্দীন, নূর মোহাম্মদ, মো. নজরুল ইসলাম, মো. খোকন, মো. ফাহিম, মো. হাশেম, মো. আব্দুল্লাহ, মনসুর আলম, মো. মোবারক, রফিকুল ইসলাম, আজিজুর রহমান, রবিউল আলম, মোহাম্মদ হেলাল, রফিকুল ইসলাম, মো. ফয়সাল, মো. সাজ্জাদ, মো. আসাদ।
জানা গেছে, অর্থ উপার্জনের নেশায় তারা দালালের হাত ধরে মালয়েশিয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। পরবর্তীতে মিয়ানমার পুলিশের হাতে গ্রেপ্তার করে কারাগারে পাঠান। কূটনৈতিক পর্যায়ে দীর্ঘ আলোচনার পর তাদের সেই দেশের কারাগার থেকে মুক্ত করে সমুদ্রপথে আনা হয় চট্টগ্রাম বন্দরে।
পরিবারের জিম্মায় যাওয়া জোবায়েদ হোসেন জানান, প্রথমে আমাদের একটা গুদামে রাখা হয়। সেখানে আমরা চার দিন ছিলাম। এরপর আমাদের মিয়ানমারের বোটে তুলে দেয়। মিয়ানমারের শামিলা নামের একটি জায়গায় যাই। সেখানে আমাকে মারার হুমকি দিয়ে গালাগাল করছিল। পরে তাদের ৫০ হাজার টাকা দিই। আরও টাকা চাইলে আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করি। পরে ১৫ দিনের মধ্যে আরও দেড় লাখ টাকা দেই। এরপর মালয়েশিয়া যাওয়ার জন্য আমাদের বড় বোটে তুলে দেয়। বোটে ছয় দিন থাকার পর মিয়ানমারের সেনাবাহিনীর কাছে ধরা পড়ি।
চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান বলেন, ২০ বাংলাদেশি নাগরিক মিয়ানমার থেকে ফেরত এসেছেন। তাদের প্রত্যেকের অভিভাবক চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে এসেছেন। তাদের আমরা অভিভাবকদের কাছে হস্তান্তর করেছি।
মন্তব্য করুন